বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:লোকসভা নির্বাচনের মধ্যে ফের প্রধানমন্ত্রী মোদীর মুখে শিল্পপতি গৌতম আদানি এবং মুকেশ আম্বানির কথা। পিটিআই-এর সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেছেন, কংগ্রেস নেতা অধীর চৌধুরী স্বীকার করে নিয়েছেন, যদি ওই শিল্পপতিরা টেম্পো ভর্তি নগদ পাঠান তবে তারা বিরুদ্ধে কথা বলা বন্ধ করবেন।
প্রসঙ্গত এই মাসের সুরুর দিকে প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন, লোকসভা নির্বাচন শুরুর পর থেকে রাহুল গান্ধী আদানি-আম্বানিদের নিয়ে মৌন ছিলেন। কারণ কংগ্রেস টেম্পো ভর্তি নগদ পেয়েছিল।
প্রধানমন্ত্রী মোদী এদিন তার চার মে-র মন্তব্যের পুনরাবৃত্তি করেছেন। তিনি বলেছেন, বহু বছর ধরে ভোটের আগে দেশের দুই শীর্ষ ধনী ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করতেন রাহুল গান্ধী। কিন্তু এবার তা হয়নি, কেন এই পরিবর্তন, প্রশ্ন করেছেন নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রী মোদী দাবি করেছেন, যে অধীর চৌধুরী তাঁর তীক্ষ্ম এবং ব্যাঙ্গাত্মক রাজনৈতিক আক্রমণের জন্য পরিচিত, তিনিই প্রমাণ করেছেন, তাঁর পর্যবেক্ষণ সঠিক ছিল। প্রধানমন্ত্রী বলেছেন, তাঁর কথা সঙ্গে সঙ্গে লোকসভার কংগ্রেস নেতা অধীর চৌধুরী ছাড়া কেউই যাচাই করেননি।
তিনি বলেছেন, অধীর চৌধুরী স্বীকার করেছেন, আদানি-আম্বানি যদি প্রচুর পরিমাণে টাকা পাঠান, তাহলে তিনি তাঁদের বিরুদ্ধে কথা বলবেন না।
প্রসঙ্গত অধীর চৌধুরীকে মুকেস আম্বানি এবং গৌতম আদানিকে নিয়ে জিজ্ঞাসা করা হলে, তিনি ব্যাঙ্গাত্মক ভাবে বলেছিলেন, হ্যাঁ, তিনি বিরুদ্ধে বলেন, কারণ কংগ্রেসকে টাকা পাঠানো হয় না। পাঠালে চুপ করে যাবেন। প্রকাশিত খবর অনুযায়ী, অধীর চৌধুরী বলেছিলেন, পশ্চিমবঙ্গে ইডি এবং সিবিআইঃএর মতো কেন্দ্রীয় সংস্থাগুলি আদালতের নির্দেশে কাজ করছে।
রাহুল গান্ধী প্রায়ই প্রধানমন্ত্রী মোদীকে শিল্পপতিদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ করেন। তিনি দাবি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী প্রায় দুই ডজন শিল্পপতির ঋণ মকুব করেছেন। তিনি আরও অভিযোগ করেছিলেন, দরিদ্র ও প্রান্তিক ব্যবসায়ীদের থেকে শিল্পপতিদের একটি গোষ্ঠীর স্বার্থকে অগ্রাধিকার দেন।