বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:জগন্নাথ মন্দিরে গতকাল পুজো দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর হয়ে প্রচারে গিয়ে বিজেপি নেতা সম্বিত পাত্র বলেছিলেন যে প্রভু জগন্নাথও মোদীজির ভক্ত। বিজেপি নেতার এই মন্তব্যের পরেই সমালোচনা শুরু হয়ে যায়। ভুল বুঝতে পেরে সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে নেন বিজেপি নেতা।
শেষে প্রায়শ্চিত্ত করার কথা বলেছেন তিনি। জানা গিয়েছে প্রায়শ্চিত্ত করতে তিন দিনের উপবাস করছেন বিজেপি নেতা সম্বিত পাত্র। গতকাল প্রধানমন্ত্রী মোদী পুরীতে রোড শো করেন। সেই রোড শোয়ে বিপুল জনসমাগম হয়েছিল। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়ককে তীব্র নিশানা করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। পুরীর জগন্নাথ মন্দিরের কোষাগারের চাবি কোথায় এই নিয়ে প্রশ্ন তুলেছিলেন প্রধানমন্ত্রী মোদী।
তারপরে প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করতে গিয়ে বিজেপি নেতা সম্বিত পাত্র সাংবাদিকদের বলেন জগন্নাথ দেব মোদীজির ভক্ত। সঙ্গে সঙ্গে বিতর্ক শুরু হয়ে যায়। বিজেপি নেতার এই মন্তব্য নিয়ে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। কংগ্রেস নেতা থেকে শুরু করে একাধিক বিরোধী দলের নেতা বিজেপি নেতার এই মন্তব্য নিয়ে শোরগোল ফেলে দিয়েছিলেন। তাঁরা অভিযোগ করেছেন জগন্নাথ মন্দিরের সম্মান রাখছেন না বিজেপি নেতারা।
ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কও সম্বিত পাত্রের এই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন। এক্স হ্যান্ডেলে এই বিজেপি নেতার এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন। এমনকী তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও বিজেপি নেতার মন্তব্যের কড়া সমালোচনা করা হয়েছে। তৃণমূল কংগ্রেস নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অভিযোগ করেছেন এই ধরনের মন্তব্য ঔদ্ধত্যের প্রকাশ।
অন্যদিকে বিজেপি নেতা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তাঁর এই মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন। তিনি বলেছেন মুখ ফস্কে এই কথা বলে ফেলেছেন তিনি। মোদীজি এবং তিনি জগন্নাথ দেবের ভক্ত। তাঁর মন্তব্যের জন্য তিনি অত্যন্ত দুঃক্ষিত এবং ক্ষমা প্রার্থী। কিন্তু ভোটের মুখে তাঁর এই মন্তব্য নিয়ে তুমুল সমালোচনা শুরু করে দিয়েছে বিরোধীরা।