বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:শোকজের জবাব দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গত কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অশালীন ভাষায় আক্রমণ শানান তমলুকের বিজেপি প্রার্থী। যা নিয়ে রাজ্য- রাজনীতি তোলপাড় হয়। অভিযোগের ভিত্তিতে নড়েচড়ে বসে নির্বাচন কমিশন। বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রাক্তন বিচারপতিকে শোকজও করা হয়।
সেই শোকজের উত্তর সোমবার পাঠিয়েছেন বলে জানিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক (Election Commission Of India) আরিজ আফতাব। বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই আজ সোমবার পঞ্চম দফার নির্বাচন হয়। হাওড়া, হুগলি সহ একাধিক আসনে নির্বাচন হয়। ভোট শেষে সাংবাদিকদের মুখোমুখি হন আরিজ আফতাব। সেখানেই এই তথ্য দেন।
বলেন, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শোকজ করা হয়েছিল। তিনি সেই উত্তর পাঠিয়েছেন। আর তা আমরা দিল্লিতে পাঠিয়ে দিয়েছি বলে জানিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। তবে উত্তরে বিজেপি নেতা ঠিক কি লিখেছেন তা জানা যায়নি।
তবে প্রাক্তন বিচারপতি তাঁর মন্তব্যে অনড় রয়েছেন। তিনি সংবাদমাধ্যমকে ঘটনার পরেই জানান, তিনি যা বলেছেন তা ঠিক বলেছেন। অন্যদিকে এদিন নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণ বলেই দাবি মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। প্রত্যেক ঘটনায় কড়া ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, এদিন ১৯৯২ টি মোট অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে ১২০৭ এনজিআরএস, ২০১ সি-ভিজিল ৫৮৪ টি।
অন্যদিকে বিভিন্ন ঘটনায় ৯০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। যার মধ্যে হাওড়ায় ৩৫ জনকে, ব্যারাকপুর ১ জনকে, হুগলি লোকসভা আসনে ৪৭ জনকে, বনগাঁয় ৭ জন, হাওড়ার বালির ১৮৭ বুথে একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে হাওড়ার ঘুষুরির ১৭২ নম্বর বুথ একজন পোলিং এজেন্টকে গ্রেফতার করা হয়েছে।
পাশাপাশি বিজেপি নেতা কৌস্তভ বাগচির গাড়ি ভাংচুরের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে কমিশন। সোমবার টিটাগড়ে গেলে তাঁর গাড়ি ভাঙচুর করা হয়। ধুন্ধুমার কাণ্ড ঘটে। অন্যদিকে হাওড়ার বালি তে ১৭৬ নম্বর বুথের একজন প্রিসাইডিং অফিসারকে সরানো হয়েছে। পোলিং এজেন্টের অভিযোগ ছিলো শ্লীলতাহানির। আমরা তদন্ত করছি। তেমন বড় কোনো ঘটনা ঘটেনি বলে দাবি।
অন্যদিকে বিড়লা হাইস্কুল, জাঙ্গিপাড়া তে ১৯৪/৩৫ ৯১৫/৩৫ বুথ এলাকার সিএপিএফ এর পুরো দল কে চেঞ্জ করা হয়েছে। শ্লীলতাহানির অভিযোগ সামনে আসে। এরপরেই ব্যবস্থা বলে দাবি কমিশনের।