বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ২০২২ সালে তিনি হাওড়ার ভোটার হন। ভোট দেন। কিন্তু এবার ভোট কেন্দ্রে ঢুকে জানতে পারলেন ভোটার তালিকায় তার নামের পাশে আছে ‘ডিলিটেড’। ব্যাপার কি? মধ্য হাওড়ার ৩৭ নম্বর ওয়ার্ডের ভোটার তিনি।
২০২২ সাল থেকে এই কেন্দ্রের ভোটার হয়েছেন বাবুন। এদিন ভোট দিতে না পারায় সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান বাবুন। কিন্তু গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে না পেরে মর্মাহত বাবুন। তিনি বলেন, ‘আমার মাথায় ঢুকছে না যে কী হল। ২২ সালে ভোটার হয়েছি। একজন নাগরিক হিসেবে ভোট দেওয়া তো অধিকার। কেন এমন হল, আমি জানতে চাইছি।’ প্রশ্ন উঠেছে, এটা কেন?
দুটো প্রশ্ন উঠেছে -তিনি কেন আগে ভোটার লিস্ট দেখেন নি? তাছাড়া প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি এবার নির্দেল হয়ে দাঁড়ানোর ঘোষণা করে মুখ্যমন্ত্রীর রাগের মুখে পড়েন। ক্ষুব্ধ হন হাওড়ার তৃণমূল। এর সঙ্গে কি কোনো সম্পর্ক আছে ওই ‘ডিলিটেড’ শব্দের?