বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: শ্লীলতাহানির অভিযোগের পর আরও অস্বস্তিতে রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবার তাঁর বিরুদ্ধে ধর্ষেণের অভিযোগ প্রকাশ্যে এসেছে। দিল্লির এক নৃত্যশিল্পী তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের রিপোর্ট এবার কলকাতা পুলিশ নবান্নে পাঠাল।
গত ২ মে রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন রাজভবনের এককর্মী। তিনি অভিযোগ করেছেন রাজ্যপাল তাঁকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে পর পর ২ বার তাঁর শ্লীলতাহানি করা হয়েছে। এই খবর প্রকাশ্যে আসার পরেই তোলপাড় শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। ঘটনাচক্রে এই অভিযোগ যেদিন প্রকাশ্যে আসে সেদিন রাজভবনে রাত্রি বাস করেছেন প্রধানমন্ত্রী মোদী।
রাজ্যপাল নিজে অবশ্য দাবি করেছেন তিনি নির্দোষ। এর নেপথ্যে রাজনৈতিক পরিকল্পনা রয়েছে বলে পাল্টা দাবি করেছিলেন তিনি। রাজ্যপাল দাবি করেছিলেন সত্যের জয় হবেই। কেউ তাকে কালিমালিপ্ত করে নির্বাচনে ফায়দা তুলতে চাইছে। রাজ্যপালের ইঙ্গিত শাসক দলের দিকে ছিল। রাজ্যপাল দাবি করেছেন পরিকল্পনা করে তাঁর বিরুদ্ধে এই অভিযোগ করা হচ্ছে।
রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে জানিয়েছেন হেয়ারস্ট্রিট থানায়। কিন্তু সাংবিধানিক রক্ষাকবচ থাকায় রাজ্যপালের বিরুদ্ধে কোনও লিখিত অভিযোগ দায়ের করতে পারেনি পুিলশ। সংবিধানের ৩৬১ ধারা অনুযায়ী রাজ্যপাল এবং রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনও এফআইআর দায়ের করা যায় না এমনকী দেশের কোনও আদালতে কোনও মামলাও করা যায় না। সেকারণে রাজ্যপালের বিরুদ্ধে কোনও লিখিত অভিযোগ দায়ের করতে পারেনি পুলিশ।
কলকাতা পুলিশ রাজভবনের কাছে সিসিটিভি ফুটেজ চেয়েছিল। কিন্তু তাতে প্রবল রুষ্ট হয়ে রাজ্যপাল রাজভবনের সব কর্মীদের সতর্ক করে জানিয়েছে কেউ যেন পুলিশের সঙ্গে কোনও যোগাযোগ না রাখেন। তারপরেই রাজভবনের পক্ষ থেকে একটি সিসিটিভি ফুটেজ বের করা হয়। তাতে দেখা গিয়েছে অভিযোগকারী রাজভবনের পুলিশ আউট পোস্টের দিকে হেঁটে যাচ্ছে। রাজভবনের পক্ষ থেকে জানানো হয় এই সিসিটিভি ফুটেজ তাঁরা রাজ্য সরকার বা পুলিশকে জানাবে না। তবে ১০০ জনকে এই ফুটেজ দেখাবে রাজভবন তার জন্য আগে থেকে মেইল আইডি এবং ফোন নম্বর দিয়ে আবেদন করতে হবে।
রাজভবনের এই সিসিটিভি ফুটেজ ঘিরে নতুন করে রাজনৈতিক চাপান উতোর তৈরি হয়েছিল। রাজ্যপাল অভিযোগকারীর পরিচয় প্রকাশ করে দিচ্ছেন বলে অভিযোহ ওঠে। এরই মাঝে আবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে পুরনো একটি ধর্ষণের মামলা প্রকাশ্যে এসেছে। দিল্লির এক নৃত্যশিল্পী সেই অভিযোগ দায়ের করেছিলেন। তিনি অভিযোগ করেছিলেন কলকাতায় রাজভবনে নৃত্যানুষ্ঠান করতে এসেছিলেন তিনি। তারপরে দিল্লিতে একটি হোটেলে ছিলেন তিনি। সেখানে রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁকে ধর্ষণ করেন। সেই অভিযোগের রিপোর্ট কলকাতা পুলিশ নবান্নে পাঠিয়েছে।