বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: কয়লা পাচার মামলায় চাঞ্চল্যকর মোড়! আত্মসমর্পণ করলেন মূল অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালা। আজ মঙ্গলবার সকালে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে তিনি আত্মসমর্পণ করেছেন বলে জানা গিয়েছে। যদিও তাঁকে গ্রেফতার করতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আগেই লালাকে বিশেষ ‘রক্ষাকবচ’ দিয়েছে সুপ্রিম কোর্ট।
আর সেই কারণেই কয়লা পাচার মামলায় মুল অভিযুক্তকে গ্রেফতার করা যাবে না বলে খবর। আগামী ২১ মে কয়লা পাচার মামলায় চার্জশিট পেশ করবে সিবিআই। এই মামলায় আসানসোলের বিশেষ সিবিআই আদালত সিবিআইকে তদন্ত শেষ করার নির্দেশ দেন। চার্জশিট পেশ করে তা যাতে করা হয় সেই নির্দেশও দেওয়া হয়।
কিন্তু লালাকে জেরা না করে কীভাবে চার্জশিট দেওয়া সম্ভব তা নিয়ে প্রশ্ন তোলেন সিবিআইয়ের আইনজীবী। এই বিষয়ে আদালত জানায়, রক্ষাকবচ থাকায় গ্রেফতারে বাধা আছে কিন্তু জিজ্ঞাসাবাদে কোনও বাধা নেই। এরপরেই লালার খোঁজে অভিযানে নামে সিবিআই। বাড়ি সহ বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করে তদন্তকারী সংস্থা।
আর এরপরেই আজ আসানসোলের বিশেষ সিবিআই আদালতে আত্মসমর্পণ করলেন অনুপ মাজি ওরফে লালা। সোমবারই আসানসোলেন নির্বাচন হয়েছে। আর এরপরেই আত্মসমর্পণ কয়লা কাণ্ডের মূল অভিযুক্তের। যদিও আত্ম সসমর্নের কিছুক্ষণের মধ্যেই জামিন পেয়ে যান। শর্তসাপেক্ষে তা জামিন দেন। পাসপোর্ট জমা রাখতে হবে। নির্দিষ্ট থানার বাইরে যাওয়া যাবে না। সিবিআই তদন্তে সবসময় সাহায্য করতে হবে বলেও নির্দেশে জানিয়েছে আদালত।
অন্যদিকে দেশ এবং দেশের বাইরে লালার হাত ধরেই কয়লা পাচার হয়ে যেত বলে দাবি তদন্তকারী সংস্থার। এমনকি গরু পাচারে অভিযুক্ত এনামুল হকের সঙ্গে লালার যোগাযোগের কথাও উঠে এসেছে। এনামুল হকের গরু পাচারের সিন্ডিকেটকে ব্যবহার করেই কয়লা পাচার চলত বলে খবর।
শুধু তাই নয়, লালার সঙ্গে পুলিশ-প্রশাসন, ইস্টার্ন কোল্ডফিল্ড, রেলকর্তাদের একাংশেরও যোগাযোগ রয়েছে বলেও দাবি সিবিআইয়ের। বলে রাখা প্রয়োজন, ২০২০ সাল থেকে রাজ্যে কয়লা এবং গরু পাচারের তদন্তে সিবিআই। টাকা লেনদেনের বিষয়টি খতিয়ে দেখছ ইডিও। লালাকে কয়েক দফায় জেরাও করা হয়েছে। ইডির মামলায় যদিও সুপ্রিম কোর্ট কোনও রক্ষাকবচ দেয়নি। এই অবস্থায় ইডির পদক্ষেপ কী হতে পারে সেদিকেই নজর সবার।
বলে রাখা প্রয়োজন, কয়লা পাচার কাণ্ডে ইতিমধ্যে বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মন্ডলকে গ্রেফতার করা হয়েছে। এমনকি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও জেরা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।