বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: দুই বিনোদন জগতের মানুষ – দেব ও হিরণ। স্বাভাবিক কারণেই সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে তারা। ক্যামেরা থেকে অনেকটা দূরে চলে গেছে ঘাটাল লোকসভার সিপিআই প্রার্থী তপন গাঙ্গুলি। তিনি মূলত একজন বাম কিষান মজুর সংগঠনের মানুষ।
একদম নিম্ন মধ্যবিত্ত এই মানুষটার বাহন হয় সাইকেল বা টোটো, অটো। বাকি দুই প্রার্থীর মতো প্রচারে কয়েক লক্ষ টাকা খরচ করার ক্ষমতা তাঁর বা তাঁর দলের নেই। কিন্তু তিনি ময়দানে আছেন সকাল-দুপুর-সন্ধ্যা। প্রতিনিয়ত দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ঘাটাল লোকসভার কেন্দ্রর ঘাটাল,দাসপুরের সহ বিভিন্ন কেন্দ্রের অলিগলি ঘুরে বেড়াচ্ছেন তপনবাবু। কখনো সাইকেল চড়ে, কখনো টোটোয় চড়ে বা পায়ে হেঁটে প্রচার চালাচ্ছেন তিনি। প্রায় ৭২ কাছাকাছি বয়স সিপিআইের কিষাণ খেতমজুরের রাজ্য সংগঠন সম্পাদক তপন গঙ্গোপাধ্যায়ের। বাম প্রার্থীর প্রচারের মূল হাতিয়ার রাজ্যে তৃণমূল সরকারের দুর্নীতি, আর কেন্দ্রের ধর্ম নিয়ে রাজনীতি।
তিনি জানান এটা মূলত কৃষি প্রধান অঞ্চল। তাই তাঁর প্রথম লক্ষ্য কৃষকদের জীবনের মান উন্নত করা। তপনবাবু বলেন, “দু’জনই তারকা এবং ভাল অভিনেতা। কিন্তু এটা তো নির্বাচন। এটা রাজনৈতিক লড়াই। এই লড়াইয়ে সাধারণ মানুষের দাবি দাওয়ার কথা, এবং দেশ কীভাবে ভাল থাকবে সেই কারণে এই লড়াই। আমি সারা জীবন ধরে এই চর্চা করছি। এখানে সাধারণ মানুষের স্বার্থ গুরুত্বপূর্ণ। তাই চিত্র তারকা নিয়ে আমাদের বিড়ম্বনা নেই। সাময়িক সময়ের জন্য হয়তো মানুষ বামেদের থেকে কিছুটা মুখ ফিরিয়েছিলেন, সেই মানুষেরাই আবার বামেদের দিকে ফিরছেন।”