বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: রাজস্থান রয়্যালসের মতো শক্তিশালী দলকে হারিয়ে দিল দিল্লি ক্যাপিটালস। যার জেরে ঋষভ পন্থরা পয়েন্ট তালিকার পাঁচে উঠে এলেন। বেঁচে রইল শেষ চারে যাওয়ার আশা।
কলকাতা নাইট রাইডার্সের কাছে হারার পর তিনে তিন করতে বদ্ধপরিকর ছিল দিল্লি ক্য়াপিটালস। সেই পদক্ষেপের প্রথম ধাপ সফলভাবে উত্তীর্ণ ঋষভ পন্থের নেতৃত্বাধীন দল।
হেড কোচ রিকি পন্টিং বলেছিলেন, সকলে নিজেদের সেরাটা মেলে ধরতে পারলে যে কোনও দলকে হারানোর ক্ষমতা রাখে দিল্লি ক্যাপিটালস। মাঝে কয়েক দিনের ব্রেক ইতিবাচক হলো দিল্লি ক্যাপিটালসের পক্ষে। যদিও এখনও পার হতে হবে দুটি হার্ডল।
অধিনায়ক ঋষভ পন্থ জোরে বোলারদের ইয়র্কারের প্রশংসা করে বুঝিয়ে দেন ম্যাচের ফলাফল নির্ধারণে এটি সহায়ক হয়েছে। পন্থের কথায়, হারি কিংবা জিতি প্রতি ম্যাচ থেকেই ইতিবাচক বিষয় খুঁজে নিই। আমরা পার স্কোরে পৌঁছনোয় ব্যাটারকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামাইনি। দিল্লির স্টেডিয়ামে সাতজন বোলার থাকলেও ভালো হয়।
১৮তম ওভারে বল করতে গিয়ে মাত্র ৪ রান দিয়ে ২ উইকেট নেন কুলদীপ যাদব। ১২ বলে ৩৭ দরকার ছিল রাজস্থানের। পন্থ বলেন, রভম্যান ও ডমিনিকের কুলদীপকে সামলাতে সমস্যা হবে বুঝেই তাঁকে আনি। বরাবরের মতো কুলদীপ আস্থার মর্যাদা দিয়েছেন।
কুলদীপ যাদবই পেলেন ম্যাচের সেরার পুরস্কার। তিনি বলেন, ডেথ ওভারে গুড লেংথে বল ফেলাটাই গুরুত্বপূর্ণ, চ্যালেঞ্জিংও। ফেরেরা ব্যাকফুটে শক্তিশালী, সেই অনুযায়ী বল করেছি। এরপর পেস ও লেংথেও তারতম্য এনেছিলাম। ব্যাটাররা কীভাবে খেলছেন সেটা দেখে নিয়ে নিজের শক্তির উপর বিশ্বাস রাখলেই উইকেট মেলে, উপলব্ধি কুলদীপের।
দিল্লি ক্যাপিটালস বাকি দুটি ম্যাচ জিতলে ১৬ পয়েন্টে পৌঁছতে পারবে। তবে প্লে-অফে উঠতে গেলে সবার আগে বাড়াতে হবে নেট রান রেট। দিল্লির খেলা বাকি বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে। শেষ ম্যাচ পন্থরা খেলবেন দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে, দিল্লিতেই।
কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস ১১টি করে ম্যাচ খেলে ১৬ পয়েন্টে পৌঁছে গিয়েছে। বাকি তিনটি ম্যাচের একটি জিতলেই অনেক দলের ধরাছোঁয়ার বাইরে চলে যাবে তারা। মনে করা হচ্ছে, ১৪ পয়েন্ট নিয়ে প্লে-অফে যাওয়া সম্ভব হবে না।
চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ ও লখনউ সুপার জায়ান্টস ১১টি করে ম্যাচ খেলে ১২ পয়েন্ট পেয়েছে। কাল লখনউ বা হায়দরাবাদ পৌঁছে যাবে ১২ পয়েন্টে। ফলে দিল্লিকে প্লে-অফের পথ মসৃণ করে আগে বাকি ২টি ম্যাচ জিতে পৌঁছতে হবে ১৬ পয়েন্টে।
আরসিবি বাকি তিনটি ম্যাচ জিতলেও ১৪ পয়েন্টের বেশি যেতে পারবে না। পরিস্থিতি যেদিকে এগিয়ে চলেছে, তাতে দিল্লি ক্যাপিটালস বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচের ফলাফল ঠিক করে দিতে পারে কারা শেষ চারে যাবে। যদি ১৪ পয়েন্ট নিয়ে শেষ চারে কোনও দল যায়, সেক্ষেত্রে নেট রান রেট গুরুত্বপূর্ণ হবে। এমনকী ১৬ পয়েন্টে থাকা দলগুলির ক্ষেত্রেও তা হওয়ার সম্ভাবনা প্রবল।