বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। কিন্তু পুলিশ কি পদক্ষেপ করতে পারবে। দেশের আইন কী বলছে? এই নিয়ে গতকাল থেকে চলছে টানাপোড়েন।

 

গতকাল রাতে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন রাজভবনেরই একজন মহিলাকর্মী।

পুলিশের কাছে অভিযোগ জানানোর পরেও রাজ্যপালের বিরুদ্ধে কোনও ব্যবস্থা এখনও পর্যন্ত নিতে পারেনি পুলিশ। কারণ তিনি রাজ্যের সাংবিধানিক প্রধান। তাঁকে আইনি রক্ষাকবচ দিয়েছে দেশের সংবিধান। যতদিন রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্যপাল পদে থাকবেন ততদিন তাঁর বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা দায়ের করতে পারবে না পুলিশ।

গতকাল রাতে রাজভবনের অস্থায়ী মহিলা কর্মী রাজ্যের সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে এমনই গুরুতর অভিযোগ করেছেন। গত ৫ বছর ধরে রাজভবনের পিসরুমে কাজ করছেন তিনি। রাজ্যপাল পর পর ২ বার তাঁর শ্লীলতাহানি করেন বলে রাজভবনের পুলিশ আউটপোস্টে প্রথমে িতনি অভিযোগ জানিয়েছিলেন। তারপরে হেয়ারস্ট্রিট থানার পুলিশ তাঁর কাছ থেকে অভিযোগ শোনেন। কিন্তু এখনও রাজ্যপালের বিরুদ্ধে কোনও লিখিত অভিযোগ দায়ের করতে পারেনি পুলিশ।

তার একমাত্র কারণ সাংবিধানিক রক্ষাকবচ রয়েছে রাজ্যপালের। পদে থাকাকালীন রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে কোনও ফৌজদারি আইনি পদক্ষেপ করতে পারবে না পুলিশ। কারণ সংবিধানের ৩৬১ নম্বর ধারায় বলা হয়ছে রাজ্যপাল এবং রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না পুলিশ। কাজেই যতদিন সিভি আনন্দ বোস এই পদে রয়েছেন ততদিন কাঁর বিরুদ্ধে কোনও মামলা করতে পারবে না পুলিশ।
তবে রাজ্যপাল পদ থেকে সিভি আনন্দ বোস সরে যাওয়ার পর তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করতে পারবে পুলিশ। সেকারণে েখন রাজ্যপালের বিরুদ্ধে কোনও মামলা রুজু করতে পারেনি পুলিশ। সুপ্রিম কোর্ট এবং রাষ্ট্রপতিকে বিষয়টি জানানো নিয়ে ভাবনাচিন্তা করছে পুলিশ। যদিও রাজ্যপাল নিজে পুরো ঘটনাটি বানানো বলে দাবি করেছেন। তিনি বলেছেন সত্যের জয় হবে। তিনি কোনও বানানো ঘটনা নিয়ে মাথা ঘামাতে চাননা।

রাজ্যপাল গতকালই এই নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেছেন তাঁকে কালিমালিপ্ত করে কেউ যদি নির্বাচনি ফায়দা তুলতে চায় তাহলে ঈশ্বর তাঁর ভাল করুন। রাজ্যপালের এই মন্তব্যে স্পষ্ট রাজনৈতিক উদ্দেশ্য জড়িত থাকার ইঙ্গিত রয়েছে। এদিকে গতকাল রাজ্যপালকে নিয়ে এই বিষয়ে অসাংবিধানিক মন্তব্য করায় রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের রাজভবনে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। চন্দ্রিমা ভট্টাচার্যের সব অনুষ্ঠান বয়কট করেছে রাজ্যপাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *