বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:এবার রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন যোগ্য চাকরিহারারা। করুণাময়ীতে এসএসসি অফিসের সামনে ধুন্ধুমার পরিস্থিতি। শয়ে শয়ে যোগ্য চাকরিহারা জমায়েত হয়ে বিক্ষোভ দেখাচ্ছেন।
তাঁরা অভিযোগ করেছেন ২৪ ঘণ্টার মধ্যে যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে এসএসসিকে।
প্রধানমন্ত্রী মোদী কয়েক ঘণ্টা আগেই রাজ্যের চাকরিহারাদের জন্য আইনি সহায়তা কেন্দ্র গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছে। যোগ্য চাকরিহারাদের যাতে আইনি সহায়তা করা যায় সেটা খতিয়ে দেববে বিজেপি নেতারা। দায়িত্ব দেওয়া হয়েছে সুকান্ত মজুমদারকে। যদিও মোদীর এই আশ্বাসে আশ্বস্ত হতে নারাজ যোগ্য চাকরিহারারা।
তাঁরা পাল্টা অভিযোগ করেছেন মোদী-সুকান্তকে চিনি না। মোদী-সুকান্ত পরীক্ষা দিয়ে চাকরি পায়নি। এসএসসি পরীক্ষা নিয়ে চাকরি দিয়েছিল। এসএসসিকেই তালিকা প্রকাশ করতে হবে। নিজেদের দাবিতে অনড় হয়ে অবস্থান বিক্ষোভ দেখাতে শুরু করেছেন যোগ্য চাকরিহারারা। তাঁরা পাল্টা অভিযোগ করেছেন সৎপথে চাকরি পেয়েও কেন তাঁদের রাস্তায় নামতে হচ্ছে।