বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:২০২৪ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ফেব্রুয়ারি মাসের ২ তারিখ থেকে ১২ তারিখ পর্যন্ত পরীক্ষা চলে। এ বছরের পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা কম। মোট ৯ লক্ষের সামান্য বেশি।
কোলকাতার তুলনায় এবারও জেলার ফলাফল ভালো। এ বছর প্রথম হয়েছে কোচবিহার থেকে। শতকরা ৯৯ শতাংশ নম্বর পেয়ে প্রথম হয়েছে কোচবিহার রামভোলা হাই স্কুলের চন্দ্রচুড় সেন। তার প্রাপ্ত নম্বর ৬৯৩.
দ্বিতীয় হয়েছে পুরুলিয়া জেলা স্কুলের ছাত্র সাম্যপ্রিয় গুরু। প্রাপ্ত নম্বর ৬৯২। তৃতীয় স্থান পেয়েছে তিনজন। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাই স্কুলের ছাত্র উদয়ন প্রসাদ। বীরভূমের নিউ ইন্টিগ্রেটেড গভ স্কুলের ছাত্রী পুস্পিতা বাসুরি ও দক্ষিণ ২৪ পরগনা নরেন্দ্রপুর রামকৃষ্ণের ছাত্র নৈরিত পাল। প্রাপ্ত নম্বর ৬৯১।
মজার কথা হচ্ছে, এ বছর মাধ্যমিকে প্রথম দশে আছে মোট ৫৭ জন। জেলা ভিত্তিক হলো – দক্ষিণ ২৪ পরগনার ৮ জন, দক্ষিণ দিনাজপুরের ৭ জন, পূর্ব বর্ধমানের ৭ জন, পূর্ব মেদিনীপুরের ৭ জন, বাঁকুড়ার ৪ জন, বীরভূমের ৩ জন, উত্তর ২৪ পরগনার ২ জন, হাওড়ার ১ জন, মালদহের ৪ জন, পশ্চিম মেদিনীপুরের ৪ জন, কোচবিহারের ২ জন, হুগলি থেকে ২ জন, নদিয়ার ২ জন, হাওড়ার ১ জন, ঝাড়গ্রামের ১ জন, কলকাতার ১ জন, পুরুলিয়ার ১ জন, উত্তর দিনাজপুরের ১ জন। কোলকাতা থেকে আরো ভালো ফল সকলেই প্রত্যাশা করেছিলেন।