বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: শিলিগুড়িতে আই পি এল এর ধাচে হবে ক্রিকেট। শিলিগুড়ির কাঞ্চনজংঘা ষ্টেডিয়ামে এক সাংবাদিক সম্নেলনে ঠিক এই কথাই জানালেন মেয়র গৌতম দেব।
তিনি আরো জানালেন এবারে কলকাতা ছাড়াও সিকিম থেকে আসবে দল। রাউন্ড রবিন লীগ পদ্বতিতে চলবে এই টুর্নামেন্ট। দিন রাতের এই প্রতিযোগিতায় থাকবে ষ্কোর বোর্ড এবং চিয়ার লিডারও। গতবারের চাইতেও আকর্ষনীয় হবে এইবারের প্রতিযোগিতা। রঙিন পোশাক পড়ে মাঠে নামবেন খেলোয়ারেরা। এদিন মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা ক্রিকেট আসোসিয়েসনের সকল সদস্য এবং খেলোয়াড়েরা। মেয়র জানালেন প্রচণ্ড গরম তাই একেবারে রাতেই শুরু হবে এই টুর্নামেন্ট। আমি আসছি মাঠে, আপনারাও আসুন জানালেন মেয়র। খেলোয়ারদের জন্য থাকবে আকর্ষনীয় পুরষ্কার এবং থাকবে সব ধরনের চিকিৎসার ব্যাবস্থাও জানিয়ে দিলেন মেয়র নিজেই।