বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: শুরু হয়েছে দ্বিতীয় দফা ভোট। পশ্চিমবঙ্গে আজ চলছে তিনটি কেন্দ্রে ভোট গ্রহণ। পশ্চিমবঙ্গের দার্জিলিং, বালুরঘাট এবং রায়গঞ্জ—এই তিনটি আসনে ভোট গ্রহণ হচ্ছে । এই তিন আসনে লড়ছেন ৪৭ জন প্রার্থী। এঁদের মধ্যে উল্লেখযোগ্য রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
এই নির্বাচন ঘিরে মোতায়েন করা হয়েছে ২৭২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর সদস্যসহ ১২ হাজার ৯৫৩ জন রাজ্য পুলিশ। এবার প্রতিটি জেলার পুলিশ কন্ট্রোল রুমেও নিয়োগ করা হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর সদস্য।
গতবারের তুলনায় এ বছর লড়াই হবে হাড্ডাহাড্ডি বলেই অনেকে মনে করছেন। এবারের প্রতিদ্বন্দ্বীদের মধ্যে ১৪ জন দার্জিলিংয়ে, ২০ জন রায়গঞ্জে এবং বালুরঘাটে লড়ছেন ১৩ জন প্রার্থী। তাঁদের মধ্যে মহিলা প্রার্থী রয়েছেন ৩ জন। বুথ থাকছে ৫ হাজার ২৯৮টি। এর মধ্যে ঝুঁকিপূর্ণ বুথের সংখ্যা ১ হাজার ১৩৪। এই তিন আসনে ভোট দেবেন ৫১ লাখ ১৭ হাজার ৯৫৫ জন ভোটার। ২০১৯ সালের সর্বশেষ লোকসভা আসনের নির্বাচনে এই তিনটি আসনেই জয়ী হয়েছিলেন বিজেপির প্রার্থীরা। দার্জিলিং আসনে রাজু বিস্তা, বালুরঘাট আসনে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং রায়গঞ্জ আসনে বিজেপির দেবশ্রী চৌধুরী। দেবশ্রী চৌধুরী কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রী হয়েছেন। এবার ওই আসনে কার্তিক পালকে মনোনয়ন দিয়েছে বিজেপি। অন্য দুই আসনে আগের দুজনই আছেন।
অন্যদিকে তৃণমূলের হয়ে বালুরঘাটে বিপ্লব মিত্র, রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণী এবং দার্জিলিংয়ে গোপাল লামা প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২০১৯ সালের সর্বশেষ লোকসভা নির্বাচনে দার্জিলিং আসনে বিজেপির রাজু বিস্তা ৭ লাখ ৫০ হাজার ৬৭ ভোট, বালুরঘাটে সুকান্ত মজুমদার ৫ লাখ ৩৯ হাজার ৩১৭ ভোট এবং রায়গঞ্জে বিজেপির প্রার্থী দেবশ্রী চৌধুরী ৫ লাখ ১১ হাজার ৬৫২ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন। এবারের ফলের জন্য আমাদের ৪ জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে।