বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: সাম্প্রতিককালে এপ্রিলের তৃতীয় সপ্তাহে দক্ষিণবঙ্গের তাপ প্রবাহের অবস্থা এমন ভয়াবহ হয় নি। শনিবার পারদ ৪২ ডিগ্রি অতিক্রম করে কোথাও কোথাও ৪৬ ডিগ্রি পর্যন্ত পৌঁছে গেছে।
আজ দক্ষিণবঙ্গের বেশ কয়েক জায়গার জন্য জন্য অতিপ্রবল তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর (Alipore Weather Office)। তবে আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ ছুটির দিনে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? আলিপুর আবহাওয়া দপ্তর আজকের ফোরকাস্ট প্রকাশ করেছে।
হাওয়া অফিস জানিয়েছে, আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের ৪-৭ ডিগ্রি ওপরে থাকার সম্ভাবনা। এর মধ্যে পশ্চিমের জেলাগুলি নিয়ে বাড়তি সতর্ক করেছে আবহাওয়া দফতর। আজ কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বহাল থাকবে। অতিপ্রবল তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকতে পারে পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এই ৮ জেলার কোনও কোনও জায়গায়। জারি রয়েছে কমলা সতর্কতা। তবে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তবে বৃষ্টির উপযুক্ত পরিবেশ তৈরী হবে কিনা এখনই বলা যাচ্ছে না। তবে আবহাওয়া অফিস বৃষ্টির সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছে না। আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী, সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের কোনও কোনও জায়গায়। মঙ্গলবারও এই উপরিক্ত জেলাগুলির পাশাপাশি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূম জেলাতেও।
উত্তরবঙ্গে বৃষ্টি হবে। আবহাওয়ার তেমন পরিবর্তন হবে না। উঁচু পাহাড়ে বৃষ্টির সঙ্গে ঝরো হাওয়া বাইতে পারে।