বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি এবার ৪০০ আসন পার করবে। এই স্লোগান বিজেপির তরফ থেকে তোলা হয়েছে। এদিকে রাহুল গান্ধী জানিয়ে দিলেন, এবার বিজেপি এককভাবে ১৫০ আসনের গণ্ডিও পেরোতে পারবে না।


সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবকে পাশে নিয়ে রাহুল গান্ধী সাংবাদিক বৈঠক করেন৷ উত্তরপ্রদেশের গাজিয়াবাদে এই বৈঠকের আয়োজন করা হয়েছিল। ইন্ডিয়া জোটের পক্ষ শক্তিশালী স্রোত তৈরি হয়েছে। দাবি করেছেন রাহুল গান্ধী।

বুধবার সাংবাদিক বৈঠকে রাহুল গান্ধী ইলেক্ট্রোরল বন্ড নিয়েও তীব্র আক্রমণ করেছেন। নির্বাচনী বন্ড প্রকল্পটি বিশ্বের বৃহত্তম ‘চাঁদা প্রকল্প’, এই ভাষাতেই কটাক্ষ রাহুলের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘দুর্নীতির চ্যাম্পিয়ন’ বলেও খোঁচা দিয়েছেন তিনি।

একটি ভোটও যাতে এবার লোকসভা নির্বাচনে ভাগ না হয়ে যায়। সেই বিষয় নিশ্চিত করতে হবে। এমনই দাবি করেছেন অখিলেশ যাদব৷ নির্বাচনী বন্ড বিষয়ে প্রশ্ন তুললেন রাহুল গান্ধী। প্রধানমন্ত্রী দাবি করেন, এই প্রকল্পটি নির্বাচনী তহবিলে স্বচ্ছতায় আনা হয়েছিল। তাহলে কেন সুপ্রিম কোর্ট বাতিল করল?
ইলেক্টোরাল বন্ড বিশ্বের সবচেয়ে বড় চাঁদাবাজির স্কিম। দেশের ব্যবসায়ীরা এটি ভালোই জানেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন, এর কোনও প্রভাব পড়বে না। কিন্তু সমগ্র জাতি জানে, প্রধানমন্ত্রী দুর্নীতির চ্যাম্পিয়ন। বুধবার জোরালো কটাক্ষ করেন রাহুল।

কংগ্রেস কিছুক্ষণের মধ্যে দেশের দারিদ্র দূর করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কটাক্ষ করেছিলেন। এই প্রসঙ্গে পালটা মন্তব্য করেন কংগ্রেস নেতা। কেউ বলেনি, দারিদ্র এক সঙ্গে শেষ হবে। এজন্য শক্তিশালী প্রচেষ্টা করা হবে। জানিয়েছেন রাহুল।
উত্তরপ্রদেশের আমেঠি কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সোনিয়া গান্ধী পুত্র? সেই প্রশ্নে রাহুল বলেন, এই বিষয়ে দল সিদ্ধান্ত নেবে। দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটি সিদ্ধান্ত নেয়। উত্তরপ্রদেশে জোটবদ্ধ হয়ে লোকসভা ভোটে নির্বাচন লড়ছে এসপি ও কংগ্রেস।

এই রাজ্যে ৮০ টি লোকসভা আসন। বিস্তর আলাপ আলোচনার পর সমঝোতা হয়েছে। ১৭ টি আসনে এই রাজ্যে লড়াই করছে কংগ্রেস। বিজেপি এই রাজ্যে শক্তিশালী। ফলে ইভিএম মেশিনে কোন দিকে মানুষের রায় যাবে? সেজন্য অপেক্ষা করতে হবে ৪ জুন পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *