বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ২০২৪-এর লোকসভা নির্বাচনে জয় পেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রথম প্রধানমন্ত্রী৪ জওহরলাল নেহরুর টানা তিন নির্বাচনে জয়ের রেকর্ডকে ছুঁয়ে ফেলবেন। এখানেই শেষ নয়, বিজেপি যেমন ক্রমেই বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে, অন্যদিকে কংগ্রেসের কম আসনে লড়াই অব্যাহত রয়েছে।
বিজেপির এখনও পর্যন্ত ৫৪৩ টি আসনের মধ্যে ৪২৪ টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে। এর সঙ্গে বাংলা, পঞ্জাব, মহারাষ্ট্র, উত্তর প্রদেশ ও জম্মু-কাশ্মীর ও লাদাখের আসনগুলিতে প্রার্থীদের নাম ঘোষণা করলে তা ৪৪৬-এ গিয়ে পৌঁছতে পারে। সে ক্ষেত্রে বিজেপি ১৯৯১, ১৯৯৮, ২০০৯, ২০১৪ ও ২০১৯-এর পরে এবার ষষ্ঠ নির্বাচন যেখানে বিজেপির ৪০০-র বেশি আসনে প্রার্থী দিচ্ছে।
বিজেপি ইতিমধ্যেই উত্তর প্রদেশের ৭১, বাংলার ৪১, মধ্যপ্রদেশের ২৯, গুজরাতের ২৬, রাজস্থান ও কর্নাটকে ২৫টি করে, মহারাষ্ট্রে ২৪, তামিলনাড়ুতে ২৩ টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে। এছাড়াও তারা ওড়িশা, বিহার, তেলেঙ্গায় ১৭ টি করে, কেরলে ১৬টি, ঝাড়খণ্ডে ১৩ টি, অসম ও ছত্তিশগড়ে ১১ টি করে, হরিয়ানায় ১০ টি, দিল্লিতে সাতটি, অন্ধ্রপ্রদেশ ও পঞ্জাবে ছটি করে, উত্তরাখণ্ডের পাঁচটি, হিমাচলের চারটি, অরুণাচলের দুটি, দাদরা-নগর হাভেলি, দমন-দিউ, গোয়া, জম্মু-কাশ্মীর, ত্রিপুরা, আন্দামান নিকোবর, চণ্ডীগড়, মণিপুর, সিকিম, মিজোরাম ও পুদুচেরির একটি করে আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে।
বিজেপি পঞ্জাবের আরও সাতটি, মহারাষ্ট্রের আরও ছটি-সহ ২২ টি আসনে প্রার্থী ঘোষণা করতে পারে। তালিকায় উত্তর প্রদেশের চারটি, জম্মু ও কাশ্মীরের তিনটি এবং পশ্চিমবঙ্গের একটি আসনের নামও রয়েছে। তাহলে বিজেপির লড়াইয়ের আসন সংখ্যা হবে ৪৪৬টির আশপাশে।
অন্যদিকে জাতীয় কংগ্রেস এখনও পর্যন্ত ২৮০ টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে। বাংলা, পঞ্জাব, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা, উত্তর প্রদেশ, ওড়িশার ও লাদাখলের কয়েকটি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে। সব মিলিয়ে তারা প্রার্থী দিতে পারে ৩২৫ থেকে ৩৩০ টি আসনে। শেষ পর্যন্ত তা হলে, এটি কংগ্রেসের সর্বনিম্ন হবে। প্রসঙ্গত, ২০১৯-এর নির্বাচনে তারা ৪২১ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
লোকসভা নির্বাচনে বিজেপি লড়াইয়ে আসনগত সংখ্যা ক্রম বর্ধমান। ১৯৮৪-৮৫ সালে ২২৯, ১৯৮৯-তে ২২৫, ১৯৯১-৯২-এ ৪৭৭, ১৯৯৬-এ ৪৭১, ১৯৯৮-এ ৩৮৮, ১৯৯৯-এ ৩৩৯, ২০০৪-এ ৩৬৪, ২০০৯-এ ৪২০, ২০১৪-তে ৪২০ এবং ২০১৯-এ ৪৩৬ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে তারা।
অন্যদিকে ১৯৫২ সালে প্রথম নির্বাচনে কংগ্রেস লড়াই করেছিল ৪৭৯ টি আসনে। এরপর ১৯৫৭ সালে ৪৯০, ১৯৬২-তে ৪৮৮, ১৯৬৭-তে ৫১৬, ১৯৭২-এ ৪৪১, ১৯৭৭-এ ৪৯২, ১৯৮০-তে ৪৯২ টি আসনে প্রার্থী দেয়। এরপর ১৯৯১-এ ৫২৯, ১৯৯৬-এ ৪৭৭, ১৯৯৯-তে ৪৫৩, ২০০৪-এ ৪১৭, ২০০৯-এ ৪৪০, ২০১৪-তে ৪৬৪ এবং ২০১৯-এর ৪২১টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে।