বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আজ সকালে বিজনবাড়ীতে প্রচার শুরু করে দিলেন রাজু বিস্তা। আজ সকালে তিনি বিজনবাড়ীর বাজার এলাকা জুড়ে পরিদর্শন করলেন এবং ভোটারদের সাথে পরিচয় করলেন।
আজ তিনি জানালেন আমাদের দল সত্যি সত্যি এক অসাধারন দল। যেই দলে আমাদের নরেন্দ্র মোদীর মতন প্রধানমন্ত্রী আছেন, যিনি ভারতকে এক শক্তিশালী দেশে শুধুমাত্র পরিনতই করেন নি,তিনি বিশ্বের দরবারে মানুষকে সন্মানিত করলেন। তার কথা যদি আমরা মেনে নিয়ে চলি তবে ভবিষ্যতে আমাদের দেশ কত উন্নতি করবে সেটা একমাত্র আমাদের দেশের মানুষ বুঝতে পারবেন। তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা বিজেপীকে ভোট দিন এবং এক উন্নত ভারতের শুরু করুন। এটা আমাদের বিশ্বাস এবং আত্মবিশ্বাস দুটোই বলতে পারেন। এদিন সবার চোখ পড়ে ছিল বিমল গুরুঙ্গ এর দিকে। তিনি আজকে কোন কথা না বললেও বোঝা যাচ্ছিল তিনি নিজেও চাইছেন বিজেপী জিতুক। তবে এবারে পাহাড়ের মানুষের সাথে কথা বলে বোঝা গেল তারা দ্বিধায় আছেন অনেকটাই।