বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ভূপতিনগরে মধ্যরাতে তল্লাশি অভিযান নিয়ে অবশেষে মুখ খুলল NIA। শাসক দল যে দাবি করেছে তা নস্যাৎ করেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে ভূপতিনগরে অভিযান চালানোর আগে থানায় জানানো হয়েছিল। সেদিন ভোর চারটে নাগাদ ভূপতি নগর থানায় গিয়েছিলেন তাঁরা।
সেখানে পুলিশকে জানিয়ে তবে কেন্দ্রীয় বাহিনী নিয়ে তাঁরা ভূপতিনগরে অভিযান শুরু করেন। এদিকে গত পরশু থেকে শাসক দল দাবি করে চলেছে এনআইএ স্থানীয় প্রশাসনকে না জানিেয়ই ভূপতিনগরে গিয়ে মধ্যরাতে তল্লাশি চালিয়েছে। এনআইএ-র অপব্যবহারের প্রতিবাদে আজ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে তৃণমূল কংগ্রেস।