বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: রাতেও প্রচারে জেলা সভাপতি, আজ সন্ধ্যায় শিলিগুড়ির তেরো নং ওয়ার্ডে প্রচার শুরু করলেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ এবং মেয়র গৌতম দেব সহ তৃণমূল কংগ্রেস এর কর্মীরা।
সন্ধ্যায় তেরো নং ওয়ার্ড কাউন্সিলার মানিক দের ওয়ার্ডে আসেন মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং জেলা সভাপতি পাপিয়া ঘোষ। সন্ধ্যায় বেশ কিছু ব্যক্তি তৃণমূল কংগ্রেস এর পতাকা তুলে নেন,যোগাযোগ করেন মহিলারাও। পরে ওয়ার্ড কাউন্সিলার মানিক দেকে সাথে নিয়ে গোটা তেরো নং ওয়ার্ড প্রদক্ষিন করেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ এবং মেয়র গৌতম দেব। জেলা সভাপতি এবারে জানান অন্যান্যবারের মতন এবারে ফলাফল হবে না, মানুষ এবারে তৃণমূল কংগ্রেস কে ভোট দেবে।আর সেটা মানুষ জানে ভালোমতনই। তাই আমরা শুধুমাত্র মানুষের কাছে গিয়ে এতটুকুই বলছি যাতে মানুষ এবারে বাংলার উন্নয়ন এবং শান্তির জন্য তৃণমূল কংগ্রেস কে ভোট দেয়। আর আমরা আশাবাদী আমরাই এবারে শেষ হাসি হাসবো বলে জানালেন জেলা সভাপতি।