বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বছর দুয়েক আগে ভূপতিনগরে বিস্ফোরণের তৃণমূলের তিন নেতা-কর্মীর মৃত্যু। হাইকোর্টের নির্দেশে সেই ঘটনার তদন্ত শুরু করেছে এনআইএ। ভূপতিনগর থেকে এক ব্যক্তিকে আটক করে গাড়িতে তোলেন এনআইএ আধিকারিকরা। সেই সময় স্থানীয় মানুষদের একটি অংশ গাড়ি ঘিরে ঘরে আটক ব্যক্তিকে ছেড়ে দেওয়ার দাবি করে। তারপর গাড়ি ইঁট ছোড়া হয়।
ইঁটের ঘায়ে গাড়ির কাঁচ ভাঙে। গাড়িতে থাকা এনআইএ-র দুই আধিকারিক সামান্য আহত হন বলে জানা গিয়েছে। তবে সঙ্গে কেন্দ্রীয় বাহিনী থাকায় আটক ব্যক্তিকে গাড়ি থেকে নামাতে পারেনি স্থানীয়দের একাংশ। অভিযোগ পেলে তদন্ত শুরু করা হবে বলে জানিয়েছে পুলিশ।