বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: যাঁকে কথা বলাতে হিমসিম খেতে হয়েছিল ইডি-সিবিআইকে। সেই শেখ শাহজাহান আজ প্রকাশ্যে মুখ খুললেন। জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল তাঁকে। সেসময় সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করলে সন্দেশখালির বাঘ বলেন তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে।
কে ষড়যন্ত্র করেছে প্রশ্ন করাতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন শাহজাহান শেখ। তিনি সাংবাদিকদের বলেছেন বুঝতেই তো পারছেন কে? এবং তাঁর বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে সেটা পুরোটাই মিথ্যে বলে বারবার দাবি করেছেন তিনি। এমনকি শরিফুল মোল্লার অ্যাকাউন্টে টাকা দেওয়ার ঘটনা সত্যি কিনা জানতে চাওয়া হলে সব মিথ্যে বলে দাবি করেছেন শেখ শাহজাহান।