বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: দিল্লী থেকে জরুরী তলব। আজকে তাই একদিনের সফরে দিল্লী গেলেন বিজেপী প্রার্থী এবং প্রাক্তন সাংসদ রাজু বিস্তা। কি কারনে তার দিল্লী যাত্রা জানা না গেলেও জানা গেছে প্রার্থীদের সাথে পরামর্শ এবং আলোচনা করতে চান মোদি শাহ্ জুটি।
রনকৌশল ঠিক কি হতে পারে এবং কিভাবে ভোটের আগে প্রচা র করা হবে সেটা নিয়েও আলোচনা হবে। রাজু বিস্তার সাথে দিল্লীতে গেছেন দার্জিলিং জেলা বিজেপীর শীর্ষ নেতৃত্বে। আজ বাগডোগরা বিমানবন্দরে রাজু বিস্তা সাংবাদিক দের জানান জরুরী তলবেই দিল্লী যাত্রা। তাই আমার যাওয়া। কি হবে এবং কিভাবে আমাদের দায়িত্ব ঠিক হবে হয়ত গিয়ে জানতে পারব। দার্জিলিং এর মানুষের মনে এবং মুখে আমি হাসি দেখতে চাই জানিয়ে দিয়ে দিল্লী গেলেন সাংসদ এবং বর্তমানে বিজেপী প্রার্থী রাজু বিস্তা।