বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: গতকাল মনোনয়ন পত্র জমা পড়ে গেছে। আজ থেকে জোরকদমে শুরু হয়ে গেল পাহাড়ের প্রচার। অনিত থাপা এবং দার্জিলিং জেলা সভাপতি পাপিয়া ঘোষের মধ্যে সকালে বেশ কিছুক্ষন ধরে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
গত কয়েক বছর ধরে পাহাড়ের মাটিতে সাফল্যের বীজ ফোটাতে অক্ষম হয়েছে তৃণমূল কংগ্রেস। এবং বারবার ব্যার্থ হয়েছে তারা। এবারে পাহাড়ের মাটিতে হাসতে চায় তৃণমূল কংগ্রেস। তাই যেভাবেই হোক না কেন মরিয়া তারা বিজেপীর মিথ ভেঙে দিতে। কয়েক বছর ধরে যেটা একেবারেই হয়ে ওঠে নি অথবা সম্ভব হয় নি তৃণমূল কংগ্রেস এর পক্ষে। এবারে জেলা সভাপতি পাপিয়া ঘোষ,দার্জিলিং জেলা মহিলা তৃণমূল সভাপতি সুস্মিতা বোস মৈত্র এবং মেয়র গৌতম দেব ছাড়াও গেছেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার। তাই এবারে পাহাড়ের ফল অন্য রকম হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এখন বর্তমানে পাহাড়ের শেষ কথা অনিত থাপা আর বর্তমানে তিনি মমতা বন্দোপাধ্যায়ের সমর্থক। তাই পাহাড়ের ফলাফল পালটালেও পালটাতে পারে বলে মনে করছেন সবাই। আর ভূমিপুত্র গোপাল লামা তো আছেনই সব মিলিয়ে পাহাড়ের ফলাফল এবারে আকর্ষনীয় হতে চলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে সবকিছু বোঝা যাবে 4ঠা জুনের দিনই। তৃণমূল কংগ্রেস না বিজেপী আপাতত সময় ই বলে দেবে। তাই অপেক্ষায় উত্তরবঙ্গের মানুষ।