বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক :: মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিবিদ নন। রাজনীতিবাজ এবং প্রতিশ্রুতিবাজ। এমনই মন্তব্য করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী তিনি।
সামনেই লোকসভা নির্বাচন। তার আগেই নারদ কাণ্ডে তৎপর হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বিরোধীদের দাবি, যদি সঠিক সময় তদন্ত হয় তবে শুভেন্দু অধিকারী আগে জেলে যাবেন। এদিন সেই প্রসঙ্গ উঠতেই হেসে ওঠেন প্রাক্তন বিচারপতি।
সিবিআই তদন্ত হোক৷ তাহলেই তো আসল সত্য বেরিয়ে আসবে। ওই ঘটনাটি একটি চক্রান্ত ছিল কী না, সেই বিষয়টিও উঠে আসবে তদন্তে। এমনই বক্তব্য রাখলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ম্যাথু স্যামুয়েলের সিবিআইকে চিঠি দেওয়া নিয়ে খোঁচা দিয়েছেন তিনি। এটা ওনার একটা উপন্যাসের প্লট হতে পারে। মন্তব্য অভিজিতের।
গতকাল নন্দীগ্রামে তিনি গিয়েছিলেন। বুধবার মহিষাদলে গিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেখানে দলের স্থানীয় নেতা- কর্মীদের সঙ্গে বৈঠকও আছে। রণকৌশল ও প্রচার পরিকল্পনা দুটোই হবে সেখানে। এমনই বার্তা দিলেন তিনি৷
বারবার হলদিয়া নন্দীগ্রাম সংযোগকারী সেতুর প্রতিশ্রুতি দিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কোনও কাজ হয়নি। মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতিবাজ বলে কটাক্ষ করেছেন তিনি। তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখন তমলুকের মাঠে, ময়দানে।
তমলুকের মানুষ দুর্নীতির বিরুদ্ধেই মতামত দেবেন। সঠিক ভাবনাচিন্তার মানুষ তমলুকে বাস করেন। এমনই জানিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজ মহিষাদলের গোপাল জিউ মন্দিরে পুজো দিলেন তিনি। প্রার্থী হিসেবে গতকাল থেকেই প্রচার শুরু হয়ে গিয়েছে। এমনই কথা জানালেন তিনি।