বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক :: দুয়ারে লোকসভা ভোট। প্রচার শুরু হয়ে গিয়েছে জোরকদমে। বিজেপি ও তৃণমূল প্রচারে নামাচ্ছেন হেভিওয়েটদের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা, যোগী আদিত্যনাথরা আছেন গেরুয়া শিবিরে। অন্যদিকে তৃণমূল শিবিরে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেবরা আছেন।
তৃণমূল দলের প্রচারে এবার তেমন টলিউড মুখ দেখা গেল না। মিমি, নুসরতকে এবার আর প্রার্থী করেনি তৃণমূল কংগ্রেস৷ যাদবপুর কেন্দ্রের সাংসদ ছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। বসিরহাট কেন্দ্রের সাংসদ ছিলেন নুসরত জাহান৷ দুই অভিনেত্রীই এবার আর টিকিট পাননি।
সব থেকে বড় কথা, এই দুজনকে প্রচারেও রাখা হয়নি। তৃণমূল যে প্রচারে হেভিওয়েটদের মাঠে নামাচ্ছে, সেখানে নাম নেই তাদের। তাহলে কি তৃণমূল মিমি, নুসরতকে পাশে সরিয়ে এবার লড়াইয়ে নামল? টলিউড অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবার লোকসভা ভোটে টিকিট পাননি। তাঁকেও দল প্রচারের মুখ করেছে।
এছাড়াও তৃণমূল দেবকে প্রচারে রেখেছে। ঘাটাল কেন্দ্রে ভোট হয়ে যাওয়ার পর দেব প্রচারে যাবেন। জুন মালিয়া, সোহম, সায়নী ঘোষরাও থাকছেন তারকা প্রচারক হিসেবে। তবে তালিকা থেকে বাদ রাখা হয়েছে শত্রুঘ্ন সিনহাকে। তিনি আসানসোলে তৃণমূল প্রার্থী। ভোট লড়ার পরিশ্রম আছে। বয়সের কথা মাথায় রেখেই তাঁকে এই তালিকায় রাখা হয়নি। এমন কথা জানা গিয়েছে।
বিজেপির অন্দরে রুদ্রনীল ঘোষকে নিয়ে জোর চর্চা চলছে। তাঁকে বিজেপি এবার ভোটে লড়ার টিকিট দেয়নি। তিনি মনক্ষুন্ন হয়েছিলেন বলেও খবর। তাঁর নাম এবার বিজেপির প্রচারকদের তালিকায়। রাজ্যের ভোটের প্রচারে থাকবেন তিনি। মহাগুরু মিঠুন চক্রবর্তীও প্রচারে নামবেন। তালিকায় তাঁর নামও জ্বলজ্বল করছে।