বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক :: তৃণমূলের বিদায়ী সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সোজাসাপটা চ্যালেঞ্জ করলেন তাপস রায়। তিনিই এলাকার ভূমিপুত্র। আগামী ৪ জুন ভোটের ফল বেরোলে সব কিছু প্রকাশ হয়ে যাবে।
অর্থাৎ তাপস রায় জেতার বিষয়ে সম্পূর্ণ আশাবাদী। কলকাতা উত্তর থেকে বিজেপির প্রার্থী হয়েছেন তাপস। মঙ্গলবার মধ্য কলকাতায় বিজেপির প্রচারে নামলেন তাপস রায়। শুধু তাই নয়, তাপস রায় সোজাসুজি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ভোটে চ্যালেঞ্জও করলেন।
সুদীপ বন্দ্যোপাধ্যায়দের বিরুদ্ধে তাপস রায়ের দীর্ঘ দিন ধরেই ক্ষোভ জমে আছে। শেষপর্যন্ত তিনি তৃণমূল ছেড়ে দেন। বিজেপিতে যোগ দিয়ে কলকাতা উত্তর কেন্দ্রে প্রার্থী হয়েছেন তাপস। শুরু থেকেই অনুমান করা হচ্ছিল তাপস রায় প্রার্থী হবেন এবার লোকসভা নির্বাচনে। দমদম অথবা কলকাতা উত্তর, যে কোনও একটি লোকসভা আসন থেকে তিনি লড়াই করবেন।
দেখা গেল কলকাতা উত্তর কেন্দ্র থেকেই বিজেপি তাঁকে প্রার্থী করেছে। তিনি দীর্ঘ কয়েক দশক ধরে মধ্য কলকাতায় বসবাস করেন। আমহার্স স্ট্রিট এলাকায় তাঁর বেড়ে ওঠা। কিশোর জীবন পরবর্তী সময়ে ছাত্র রাজনীতিতে আসা। পরবর্তী জীবনে মূল রাজনীতিতে বিচরণ শুরু।
তাপস রায় জানাচ্ছেন, উত্তর ও মধ্য কলকাতায় তিনি ছোট থেকেই আছেন। নিজেকে ভূমিপুত্র বলে দাবি করেছেন তাপস। সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। সুদীপ বন্দ্যোপাধ্যায় তিন বারের সাংসদ। কিন্তু কটা মানুষ সাংসদকে এলাকায় দেখেছেন? কত দিন সাধারণ মানুষের সঙ্গে থাকেন সাংসদ? সেই প্রশ্ন করেছেন তাপস।
কোনওভাবেই মানুষের সঙ্গে মিশতে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দেখা যায় না। একাধিক অভিযোগ তুললেন তাপস। মানুষ কার সঙ্গে আছে, তা ভোটের ফলাফল বেরোলেই দেখা যাবে। জয়ের ব্যাপারে আশাবাদী তাপস।