মদনমোহন সামন্ত, কলকাতা, ২২ মার্চ ২০২৪ :— যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সংগঠন ‘যাদবপুর ইউনিভার্সিটি কর্মচারী সংসদ’এর ৫২তম বার্ষিক সম্মেলন ২১ মার্চ, ২০২৪ বিশ্ববিদ্যালয়ের টেকিপ ভবনের সেমিনার হলে অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন ১২ই জুলাই কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক সুমিত ভট্টাচার্য।
সুমিতবাবু তাঁর ভাষণে বর্তমান জাতীয় শিক্ষানীতির বিপদের পাশাপাশি বেসরকারিকরণের
অর্থনীতি এবং মিডিয়ার ভূমিকা সম্পর্কে বিস্তারিত ব্যখ্যা করেন। বর্তমান পরিস্থিতিতে দেশের লোকসভা নির্বাচনে কেন্দ্রে আসীন বর্তমান দলের ভয়ঙ্কর ভূমিকা সম্পর্কেও সচেতন করেন এবং সেই মত কর্মচারীদের ভূমিকা নিতে আহ্বান জানান।
সম্মেলনকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড: স্নেহমঞ্জু বসু, দায়িত্বপ্রাপ্ত অর্থ আধিকারিক দেবাশীষ পাল, জুটার সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থপ্রতিম রায়, ওয়েবকুটার সাধারণ সম্পাদক অধ্যাপক কেশব ভট্টাচার্য, যুক্ত সংগ্রাম পরিষদ ও সারা ভারত বিশ্ববিদ্যালয় কর্মচারী কনফেডারেশন-এর সাধারণ সম্পাদক অঞ্জন ঘোষ, কলকাতা বিশ্ববিদ্যালয় এমপ্লয়িজ এসোসিয়েশন-এর সম্পাদক সোমনাথ সাহা, যাদবপুর বিশ্ববিদ্যালয় পেনশনার অ্যাসোসিয়েশন-এর পক্ষে শ্রাবনী সেনগুপ্ত ও যাদবপুর বিশ্ববিদ্যালয় কন্ট্রাক্টর ওয়ার্কার্স ইউনিয়ন-এর পক্ষে বলরাম সাহা। সম্মেলনে সাধারণ সম্পাদক-এর প্রতিবেদন আলোচনার পর সর্বসম্মতিক্রমে প্রস্তাব গৃহীত হয়।
সম্মেলনে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সমাজতন্ত্রের সপক্ষে, নারী নির্যাতনের বিরুদ্ধে, যুক্ত আন্দোলনের পক্ষে এবং আগামী লোকসভা নির্বাচনে বাম-গণতান্ত্রিক প্রার্থীদের জয়ী করার আহ্বান জানিয়ে প্রস্তাব গৃহীত হয়। সম্মেলন থেকে সভাপতি পদে মনিকা সাহা, সাধারণ সম্পাদক পদে জীতেন সিং ও কোষাধ্যক্ষ পদে বিজয় সিং নির্বাচিত হন।