বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার সন্ধ্যার পরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল ঝড়-বৃষ্টি হয়েছে। সঙ্গে ৫০ কিমি বেগে বাতাস ছিল।
আজও বাংলার বিভিন্ন অংশে চলবে ঝড়-বৃষ্টির তাণ্ডব, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানিয়েছে, ঝাড়খণ্ড, ছত্তীসগঢ় ও ওড়িশার উপর একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। এর জেরেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকে এই বৃষ্টি হচ্ছে। সেই জলীয় বাষ্প ঘনীভূত হয়ে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরী হয়েছে।
আজ সকালে হাওয়া অফিস জানিয়েছে, আকাশের ঘুরে বেড়ানো জলীয় বাষ্পর প্রভাবে আগামী ২০ তারিখ পর্যন্ত দক্ষিণ বঙ্গে বিকেলের দিকে বৃষ্টির সম্ভবনা আছে। গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর (Alipore Weather Office)। আগামী দু’দিন বৃষ্টির কমলা সতর্কতা জারি থাকবে দক্ষিণবঙ্গে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, হাওড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। শনিবার বৃষ্টিতে ভিজবে তিলোত্তমাও। এদিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ ৫০-৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো দমকা হাওয়ার বইবে। ওদিকে বাড়বে তাপমাত্রাও। চলতি সপ্তাহেই তাপমাত্রা আরও দু’-তিন ডিগ্রি বাড়তে চলেছে বলে জানানো হয়েছে।
তবে উত্তরবঙ্গের পরিবেশ কমবেশি একই রকম থাকবে। বৃষ্টির বিশেষ সম্ভাবনা নেই। হালকা মেঘলা আকাশ থাকতে পারে দার্জিলিং ও কালিম্পং-এ। তবে বৃষ্টিপাত হবে না। মোটের ওপর শুষ্ক থাকবে উত্তরের জেলাগুলির আবহাওয়া। উত্তরবঙ্গ থেকে ঠান্ডা ইতিমধ্যে বিদায় নিয়েছে। তবে পাহাড়ে এখনও ঠান্ডা অনুভূত হচ্ছে।