বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: সিএএ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এদিন তিনি নন্দীগ্রামের সোনাচূড়ায় শহিদ মিনারে শ্রদ্ধা জানাতে গিয়ে বলেছেন, সিএএ-তে একটা কারও নাগরিকত্ব গেলে তিনি (শুভেন্দু অধিকারী) পদত্যাগ করবেন। আর সবার নাগরিকত্ব থাকলে তিনি (মমতা বন্দ্যোপাধ্যায়) পদত্যাগ করবেন তো? প্রশ্ন করেছেন বিরোধী দলনেতা।
বিরোধী দলনেতা এদিনও নন্দীগ্রামের আন্দোলনের সঙ্গে সন্দেশখালির তুলনা করেন। তিনি বলেছেন, দুই জায়গাতেই মূল বিষয় জমি। আর পুলিশের ভূমিকাও দুই জায়গাতেই এক, শাসককে এলাকা পাইয়ে দিতে হবে। নন্দীগ্রাম অন্দোলনের সময় তৎকালীন ডিজি তারানিয়া যে ভূমিকা নিয়েছিলেন, এখন সেই একই ভূমিকা নিয়েছেন রাজীব কুমাররা, বলেছেন তিনি।
শুভেন্দু অধিকারী বলেছেন, নন্দীগ্রামে আন্দোলনে সামিল হয়েছিল মাতৃশক্তি, চোখে চোখ রেখে। সেই একই রকমের আন্দোলন হয়েছে সন্দেশখালিতে। তিনি বলেছেন, বেশিভাগ মানুষ টিভিতে দেখেছেন। কিন্তু তিনি নিজে পাঁচবার সেখানে যাওয়ার চেষ্টা করেছেন, চারবার যেতে পারেছেন।
তিনি বলেছেন, নন্দীগ্রামের এগারো গুন্ডা এলাকা ছাড়া।, আদালতের নির্দেশে। ঠিক সেরকমই হবে সন্দেশখালিতে। কোনও গুণ্ডা বাইরে থাকবে না। তিনি বলেছেন, গায়ের জোরে কিছু করা যাবে না। বিরোধী দলনেতা আরও বলেছেন, পশ্চিমবঙ্গেই একমাত্র ভোটের সময় ভোট লুট, ভোটের আগে খুন, ভোটের পরে খুন হয়। তিনি কটাক্ষ করে বলেছেন, যেসব ছাট মালগুলো ঘুরছে, তাদেরকে এর পরে আর পাওয়া যাবে না।
এপরেই শুভেন্দু অধিকারীকে সিএএ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে অমিত শাহের করা মন্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, তিনি বলেন, বুধবার তিনি রানাঘাটের সভায় বলেছেন, সিএএ-তে যদি কারণ নাগরিকত্ব যায়, তাহলে তিনি বিধায়ক পদে ইস্তফা দেবেন। তিনি নন্দীগ্রামের শহিদ মিনারকে সাক্ষী রেখে শপথ করার কথাও উল্লেখ করেন।
তারপরেই তিনি বলেন, কারও যদি নাগরিকত্ব না যায়, তাহলে তিনি (মমতা) ইস্তফা দেবেন তো? মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ গ্রহণ করার আহ্বান জানান। প্রসঙ্গত অমিত শাহ বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় দেখান, সিএএ-তে কোথাও নাগরিকত্ব যাওয়ার কথা বলা হয়েছে।
তিনি সাধারণ মানুষের উদ্দেশে প্রশ্ন করে বলেন, তাঁর (শুভেন্দু) মধ্য কি কোনও পরিবর্তন হয়েছে। মধ্যে তিনি সাংসদ ও রাজ্যের মন্ত্রী হয়েছিলেন। আগে নিরাপত্তায় রাজ্য পুলিশ থাকতো, এখন থাাকে কেন্দ্রের নিরাপত্তা। এই পরিবর্তন টুকু ছাড়া কোনও পরিবর্তন তার মধ্যে নেই বলেও জানিয়ে দেন বিরোধী দলনেতা।