বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: টিকিট না পেয়ে সুর চড়িয়েছিলেন ব্যারাকপুরের দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা অর্জুন সিং। একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছিলেন। শেষে অর্জুনকে ঠান্ডা করতে ময়দানে নামেন ফিরহাদ হাকিম। সকাল থেকে তাঁর বিজেপিতে যোগদানের জল্পনা পারদ চড়েছিল।
কিন্তু সব জল্পনায় জল েঢলে দিয়ে দুপুরে অর্জুন সিং সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেন এখনই তিনি বিজেপিতে যাচ্ছেন না। এক কথায় অনেকটাই সুর নরম করতে দেখা গেল তাঁকে। এমনকী যে পার্থ ভৌমিককে প্রার্থী করা নিয়ে ফুঁসে উঠেছিলেন তিনি। সেই পার্থকে নিয়েও সুর নরম করেছেন অর্জুন সিং।
মেজাজ যে একটু ঠান্ডা হয়েছে সেটা স্পষ্ট বোঝা গিয়েছে। তিনি জানিয়েছেন বিজেপির সঙ্গে তাঁর কোনও কথা হয়নি। গতকালের টিকিট না পাওয়ার ঘটনায় যে তিনি ধাক্কা খেয়েছিলেন সেটাও প্রকাশ্যে স্বীকার করে নিয়েছেন অর্জুন সিং। অর্থাৎ তিনি আশা করেছিলেন তাঁকে ফের ব্যারাকপুর কেন্দ্রে টিকিট দেবে তৃণমূল কংগ্রেস। স্বাভাবিক ভাবেই সেই প্রত্যাশা পূরণ না হওয়ায় তিনি যে প্রথমে মেনে নিেত পারেননি সেটা তাঁর কাছে একটা বড় ধাক্কা ছিল। আজ একটু ধাতস্ত হয়েছেন।
ফিরহাদ হাকিমের সঙ্গে তাঁর কি নিয়ে আলোচনা হয়েেছ সেকথা প্রকাশ্যে বলতে নারাজ। তবে তিনি জানিয়েছেেন এখনই বিজেপিতে যোগদান নিয়ে সিদ্ধান্ত নেবেন না। সব দিক দেখে ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবেন। এবং বিজেপির সঙ্গে এই নিয়ে কোনও কথাও তাঁর হয়নি বলে জানিয়েছেন অর্জুন সিং। তবে তিনি বলেছেন এবারে ভোটে রাজনীতিকের ভূমিকায় থাকবেন।
প্রসঙ্গত উল্লেখ্য গতকাল তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় অর্জুন সিংয়ের নাম না থাকা নিয়ে শুভেন্দু অধিকারী বলেছিলেন, অর্জন সিং কোনও দিনই তৃণমূলের ঘরের লোকে পরিণত হননি। এমনকী রাষ্ট্রপতি ভোটে শাসক দলের যে দুজন NDA প্রার্থী দ্রৌপদী মুর্মুকে ভোট দিয়েছিলেন, তার মধ্যে একজন ছিলেন অর্জুন সিং। সেকথা অর্জুন সিং নিজেও স্বীকার করে নিয়েছেন। সেই সঙ্গে দ্বিতীয় ব্যক্তির নামও জানিয়ে দিয়েছিলেন তিনি। অর্জুন দাবি করেছিলেন অভিনেতা দেবও ভোট দিয়েছিলেন দ্রৌপদী মুর্মুকে। কিন্তু তিনি ঠিকই টিকিট পেয়েছেন।
সকাল থেকেই দফায় দফায় বৈঠক করেছেন অর্জুন। দুপুরে তিনি সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছিলেন। কিন্তু হঠাৎ করে সুর নরম করায় রাজনৈতিক মহলে বেশ চর্চা শুরু হয়ে গিয়েছে। এমনকী পার্থ ভৌমিেকর সঙ্গে তাঁর কথা হয়েছে এবং পার্থ ভৌমিক তাঁর বাড়িতে এসে চা খাবেন বলেও জানিয়েছেন অর্জুন।