বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আজকে সেই কাঙ্ক্ষিত জনগর্জন সভা। আর এই সভাতে যোগ দিতে বাংলার দুর দুরান্ত থেকে মানুষ গিয়ে পৌছিয়েছেন বিগ্রেডে। আর দার্জিলিং জেলার তৃণমূল কংগ্রেস কর্মীরা তাদের মধ্যে অন্যতম।
শিলিগুড়ির মোট সাতচল্লিশটা ওয়ার্ড থেকে কয়েক হাজার কর্মী গিয়ে উপস্থিত হয়েছেন বিগ্রেড সমাবেশে। তাদের সাথে গেছেন মেয়র এবং ডেপুটি মেয়র ছাড়াও জেলা সভাপতি। তবে ব্যাতিক্রমী জেলা সভাপতি কিন্তুু গিয়ে শুধু বসেই থাকেন নি, তার কর্তব্য করতে মাঠে চলে এসেছেন। তিনি জানিয়েছেন আমি যখন কলকাতায় তখন শিলিগুড়ির সব তৃণমূল কর্মীই আমাদের দায়িত্ব, অনেকেই কলকাতায় এসেছেন অথচ কিছুই জানেন না কলকাতার রাস্তাঘাট, শুধুমাত্র দলকে ভালোবাসেন বলেই এসেছেন, আমাদের দায়িত্ব তারা যাতে ঠিকমতো থাকেন সেটা দেখার। ঠিকমত তারা আছেন কিনা,খাওয়া দাওয়ার কোন সমস্যা হল কি না এছারাও ঘুমের ব্যাপারটা তো আছেই। জেলা সভাপতি কলকাতায় পৌছেই শিলিগুড়ি থেকে আসা কর্মীদের খোজখবর নেন। তারা ট্রেন থেকে নেমে তাদের গন্তব্যস্থলে এসে পৌছিয়েছেন কিনা সেটারও খোজ করেন জেলা সভাপতি। তিনি জানান আমাদের দলের কর্মীরা এতদুর এসেছেন নিজেদের সংসার ফেলে, আর তারা শুধুমাত্র দলকে ভালোবাসেন বলেই এতদুরে এসেছেন। তাই তাদের সুবিধা এবং অসুবিধা হচ্ছে কি না কিংবা তাদের কোন ধরনের সমস্যা তৈরী হল কি না সেটা একটু দেখছি। শিলিগুড়ি এবং উত্তরবঙ্গ থেকে যারা এসেছেন তাদের সমস্যা তৈরী হলে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস তাদের পাশে আছে। এদিন জেলা সভাপতি ঘুরে ঘুরে দেখেন কার কি সুবিধা এবং অসুবিধা হচ্ছে। সবার সাথে কথা বলেন এবং কিভাবে বিগ্রেডে যাবেন সেটাও দায়িত্ব নিয়ে বুঝিয়ে দেন সবাইকে। সবমিলিয়ে জেলা সভাপতি বুঝিয়ে দিয়ে যাচ্ছেন সবার থেকে একেবারেই আলাদা তিনি।