বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: জানুয়ারির ৫ তারিখ রেশন বন্টন দুর্নীতির অভিযোগে বনগাঁর প্রাক্তন চেয়ারম্যান শংকর আঢ্যর বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ ইডি।
১৭ ঘন্টা তল্লাশি অভিযানের পর শংকর আঢ্য কে নিয়ে বাড়ি থেকে বেরোনোর সময় ওই এলাকায় মবের সৃষ্টি হয়। ইট পাটকেল ছোড়া হয় ইডির গাড়িকে লক্ষ্য করে। এমনই অভিযোগ বনগাঁ থানায় দায়ের করা হয়েছিল ইডির তরফে। কয়েকদিন আগে কলকাতা হাইকোর্ট সেই ঘটনার তদন্তভার দেয় সিবিআই-এর হাতে। গতকাল সন্ধ্যা সাতটা পাঁচ নাগাদ সিবিআই আধিকারিকরা শংকর আঢ্যর বাড়ির সংলগ্ন এলাকায় আসেন। এলাকা ঘুরে পরিদর্শন করেন তারা। এরপরে 7:30 নাগাদ সিবিআই আধিকারিকরা চলে যান।