বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বেতন বৃদ্ধি নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের! এপ্রিল থেকে বাড়তে চলেছে তিন শ্রেণির বেতন।
মঙ্গলবার রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় বলেছিলেন, বুধবার সকাল দশটায় বিশেষ ঘোষণা করবেন। সেই অনুযায়ী সকাল দশটায় ফেসবুক পোস্ট করেন তিনি। সেখানে কয়েকটি শ্রেণির জন্য বেতন বৃদ্ধির কথা জানিয়েছেন তিনি।
তিনি ঘোষণা করেন,আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি হেল্পারদের মাসিক বেতন বৃদ্ধি করা হল। মুখ্যমন্ত্রী বলেছেন, বাংলার মানুষের সুখ-দুঃখের খেয়াল রাখা, তাঁদের হিতার্থে দিবারাত্রি কাজ করেন এই সকল কর্মীরা। আগামী এপ্রিল মাস থেকে ৭৫০ টাকা বেতন বৃদ্ধি পাবে আশাকর্মীদের। এছাড়াও অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বাড়ানো হয়েছে ৭৫০ টাকা। বৃদ্ধি হয়েছে অঙ্গনওয়াড়ি হেল্পারদের বেতনও। এপ্রিল মাস থেকে তাঁরা পাবেন ৫০০ টাকা বেতন বৃদ্ধি হতে চলেছে তাঁদের। ১ এপ্রিল থেকে সকলের বেতন বাড়ানো হবে।