বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: এবার কি তাহলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বনাম অভিষেক বন্দ্যোপাধ্যায়? এই প্রশ্ন আরও জোরালো হচ্ছে। নাম না করে অভিষেককে ‘তালপাতার সেপাই’ বলে কটাক্ষ করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে সেই বিষয়ে কোনও তীব্র প্রতিক্রিয়া অভিষেক করেননি। কিন্তু জানা যাচ্ছে সুপ্রিম কোর্টে প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে আবেদন করতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
কিন্তু কেন তিনি সুপ্রিম কোর্ট যাচ্ছেন? গতকাল একটি ইঙ্গিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে পাওয়া গিয়েছিল। সাংবাদিক বৈঠকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন তিনি বিজেপির সঙ্গে যোগাযোগ করেছিলেন। বিজেপিও তাঁর সঙ্গে যোগাযোগ করে। এই বক্তব্যকেই জনমানসের সামনে প্রশ্ন হিসেবে তুলে ধরেছিলেন অভিষেক।
বিচারপতি থাকাকালীন তিনি কীভাবে বিজেপির সঙ্গে যোগাযোগ করেন? বিচারপতি হিসেবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায় দিয়েছেন। সে কি তাহলে পক্ষপাতদুষ্ট? সেই প্রশ্ন খুব সাধারণভাবেই তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই বিষয় নিয়েই তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন বলে খবর।
বিচারপতি হিসেবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় অনেক রায় দিয়েছেন। তার মধ্যে অভিসন্ধি থাকতে পারে। এমনই ভাবনা চিন্তা করে সুপ্রিম কোর্ট রিট পিটিশন দাখিল করা হচ্ছে। প্রাথমিকভাবে তৃণমূল সূত্রে এই খবর পাওয়া যাচ্ছে। প্রার্থী হলে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ লক্ষ ভোটে হারাবেন। এমনই দাবি জোর গলায় করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
সেই লড়াইয়ের অনেক আগেই কি লড়াই অন্য ময়দানে শুরু হয়ে গেল? অভিষেক বনাম অভিজিৎ, বাংলার রাজনীতিতে এবার কি কোনও নতুন সমীকরণ তৈরি হবে? এই প্রশ্ন উঠতে শুরু করেছে। গতকাল রাজারহাটে মাত্র দুই মিনিট সময় বক্তব্য রেখেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অভিষেক বন্দ্যোপাধ্যায় শেষ দিকে বলেন, উনি বলেছেন “আই অ্যাপ্রোচড দ্য বিজেপি। অ্যান্ড বিজেপি অ্যাপ্রোচড মি। এটা খুব ইন্টারেস্টিং। বাকিটা আমি সাধারণ মানুষের কাছে ছেড়ে দিলাম।” এই অংশকে সামনে রেখেই কি এবার ঘুঁটি সাজাবে তৃণমূল? প্রশ্ন জোরালো হচ্ছে।