বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আইপিএল শুরুর কয়েক সপ্তাহ আগেই চেন্নাই সুপার কিংস শিবিরে বড় ধাক্কা। চোট পেয়ে আইপিএলের প্রথম পর্ব থেকে ছিটকে গেলেন দলের নির্ভরযোগ্য ক্রিকেটার ডেভন কনওয়ে। দেশের হয়ে খেলার সময়ই চোট পান নিউজিল্যান্ডের এই ক্রিকেটার। যার ফলে বেশ কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে।
আইপিএল শুরুর চোটের সমস্যার মধ্যে পড়ল গতবারের চ্যাম্পিয়ন দল। ইতিমধ্যেই সিএসকে দল প্রস্তুতি শুরু করে দিয়েছে। কিন্তু আঙুলে চোটের জন্য আইপিএলের প্রথম পর্বে খেলতে পারবেন না কিউয়ি তারকা। গতবার ফাইনাল চেন্নাইয়ের জয়ে বড় অবদান ছিল এই নিউজিল্যান্ড ক্রিকেটারের।
নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার মধ্যে চলছে দুই টেস্টের সিরিজ। চোটের কারণে এই সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারেননি নিউজিল্যান্ডের তারকা ব্যাটসম্যান ডেভন কনওয়ে। এর রিপোর্ট অনুযায়ী, এখন তিনি দ্বিতীয় টেস্ট ম্যাচটিও খেলতে পারবেন না। কনওয়ের বুড়ো আঙুলে ফ্র্যাকচার হয়েছে।
নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) একটি বিবৃতিতে নিশ্চিত করেছে: “একাধিক স্ক্যান এবং বিশেষজ্ঞের পরামর্শ অনুসরণ করে, কনওয়েতে অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পুনরুদ্ধারের সময়কাল কমপক্ষে আট সপ্তাহ হতে পারে।” নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টেড যোগ করেছেন, “আমরা সবাই ডেভনের জন্য অনুভব করি। সে ব্ল্যাক ক্যাপস দলের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং আমরা মাঠে এবং বাইরে তার উপস্থিতি মিস করব।”
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে আঙ্গুলে চোট পাওয়ার পরও ডেভন কনওয়েকে নিয়ে আশাবাদী ছিল নিউজিল্যান্ড। টেস্ট সিরিজের শুরু থেকেই তাকে পাওয়া যাবে বলেই বিশ্বাস ছিল।কিন্তু তাঁর চোটের পরিস্থিতি শুধু নিউজিল্যান্ড দলকেই নয় একইসঙ্গে সমস্যার মুখ ফেলে দিল ধোনির দল চেন্নাই সুপার কিংসকেও।
আইপিএল ২০২২ মেগা নিলামে, চেন্নাই সুপার কিংস দল ডেভন কনওয়েকে এক কোটি টাকার বিনিময়ে নিজেদের দলে নিয়েছিল। কনওয়ে বিস্ফোরক ব্যাটিংয়ের জন্য পরিচিত।
চোটের সমস্যা চেন্নাই সুপার কিংসে অতীতেও দেখা গিয়েছে। চোটের জন্য দীপক চাহার একটা মরশুম পুরো খেলতে পারেননি। এবার ফের চোটের কালো মেঘ চেন্নাই শিবিরে। জোড়া চোট আতঙ্ক রয়েছে ধোনিদের শিবিরে।
রাচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ে এবার চেন্নাই সুপার কিংসের অন্যতম দুই অস্ত্র। আইপিএলে কনওয়ে কী করতে পারেন সেটা সকলের জানা। তিনি গত মরশুমে নিজেকে প্রমাণ করেছেন। সিএসকের জয়ের পিছনে সবথেকে বড় ভূমিকা ছিল তাঁর।