বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: শুধু ভোরবেলায় এখনও সামান্য ঠান্ডা আমেজ। তার পরেই রোদ বেশ চড়া। একদম আনুষ্ঠানিকভাবেই শীত বিদায় নিলো। বসন্ত কিছুটা বাসন্তিক পরিবেশ তৈরী করেছে। এখন ঘরে ঘরে ফ্যান চলানো শুরু হলেও এ.সি. চালানো শুরু হয় নি। ৮/৯ তারিখ শিবরাত্রি।
গ্রামে গ্রামে শিব মন্দির সাজিয়ে তোলা শুরু হয়েছে। বাজারে বেলার অমদানিও বেড়েছে। রবিবার সকালে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস প্রকাশিত হয়েছে।
আবহাওয়া অফিস সূত্রে বলা হয়েছে আজ দুপুরে পড়ে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আছে।
আজ রবিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। সোম ও মঙ্গলবারই একই পরিস্থিতি তৈরি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা কলকাতায় সহ উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেরই বেশ কিছু জেলায়। সাথে দোসর হবে ঝোড়ো হাওয়া। তবে পূর্বাভাস থাকলেও কয়েকদিন বৃষ্টি হয় নি। মেঘ ঘনীভূত হয়ে বৃষ্টির ভৌগোলিক পরিবেশ তৈরী হচ্ছে না। তবে রবিবার ও সোমবার বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া এবং বীরভূমে বৃষ্টির সম্ভাবনা। তবে এইসব জেলাগুলি ছাড়াও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টি হতে পারে। পূর্বাভাস অনুযায়ী সোমবার ও মঙ্গলবারও বৃষ্টির সম্ভাবনার কথা আবহাওয়া দপ্তর ঘোষণা করেছে। এর মধ্যে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
এছাড়া বাকি জেলাগুলিতে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে।
উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের তাপমাত্রা বাড়াতে শুরু করেছে। আকাশের জমছে হাল্কা মেঘ। রবিবার ও সোমবার নাগাদ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পং-এ। পাশাপাশি, আলিপুরদুয়ারেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে না। সোমবার কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বৃষ্টির সম্ভাবনা।