বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::
শেখ শাহজাহান ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তুললেন মীনাক্ষী মুখোপাধ্যায়। শেখ শাহজাহানদের তৈরি করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। এমনই গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন মীনাক্ষী।
হাওড়ার সাঁতরাগাছি প্রেস কোয়ার্টার মাঠে ডিওয়াইএফআইয়ের দু’দিন ব্যপী ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন কর হয়েছে। শনিবার সেখানে উপস্থিত ছিলেন দলের রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। তিনি এদিন সাংবাদিকদের বলেন, মমতা কী বললেন সেটা বড় কথা নয়। তার থেকেও বড় কথা উনি কী করলেন?
মীনাক্ষী মুখোপাধ্যায় জোর গলায় দাবি করেছেন, উনি শাহজাহান করেছেন। বাকিবুর করেছেন। জ্যোতিপ্রিয় করেছেন। পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য করেছেন। এটাই আমাদের দু:খ, কষ্ট আর সমস্যা। শাহজাহান কোথায় আছেন? সেটার উত্তর তারাই দিতে পারবেন যারা শাহজাহানকে তৈরি করেছেন।
বাংলার পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই উত্তর ভালো দিতে পারবেন। সন্দেশখালির ঘটনা তোলপাড় রাজ্য রাজনীতি। শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে আক্রান্ত হতে হয়েছিল ইডির আধিকারিকদের। সন্দেশখালির সরবেরিয়া যেন সেদিন আতঙ্কের মুক্তাঞ্চল হয়ে উঠেছিল। প্রাণ হাতে নিয়ে পালিয়েছিলেন ইডির আধিকারিকরা।
এরপর রাজনৈতিক অনেক চর্চা হয়েছে। ঘটনা কলকাতা হাইকোর্ট পর্যন্ত গিয়েছে। কিন্তু কোনওভাবেই শেখ শাহজাহানকে পাওয়া যায়নি। তার কোনও অস্তিত্বের কথাও না কী জানা যাচ্ছে না। পুলিশ তাকে লুকিয়ে রেখেছে। এমন অভিযোগ করছেন বিরোধীরা।
মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় ইন্ডিয়া জোটে রাজি নন৷ রাজ্যে তিনি লোকসভা নির্বাচনে একা লড়বেন। এমনই বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী। এই বিষয়ে মন্তব্য করেছেন মীনাক্ষী। জোটে থাকা বা না থাকা, তাঁর নীতি, সংস্কৃতি। কিন্তু কারোর সংস্কৃতি যদি চাল চুরি হয়, তাহলে পশ্চিমবঙ্গের মানুষ মেনে নেবে না।
মীনাক্ষী আরও বলেন, মাঠ যত বড় হয়, খেলা ততই ফেয়ার হয়। আমরা ফেয়ার চান্স চাইছি।