বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: শিলিগুড়ির ৩৩ নম্বর ওয়ার্ডের রক্তদান কর্মসূচি তে উপস্থিত থেকে মেয়র গৌতম দেব জানালেন, আমাদের প্রত্যেকেরই রক্তের প্রয়োজন। আমরা কেউ বলতে পারব না রক্তের দরকার কার কখন হয়, এই সময় কোন জাত ভেদ ধর্ম বর্ণ থাকে না।

 

কারণ রক্ত সব কিছুর ঊর্ধ্বে। শিলিগুড়ি চেয়ার টেবিল নম্বর ওয়ার্ডের রক্তদান শিবিরে মেয়র ঠিক এই কথাই জানালেন। মেয়র আরো জানালেন এই একটা জিনিসই এমন জিনিস, যেখানে বড়লোক এবং গরিবের কোন ভেদাভেদ থাকে না। সবাই সমান, অতএব রক্ত দিয়ে মানুষকে বাঁচান। কার দরকার কখন পড়বে আমরা কেউ বলতে পারব না জানিও না। তাই একজন বিবেচক মানুষ হিসাবে, রক্তদান করুন। স্বামীজীর আদর্শে আমরা চলি, তাই আদর্শ মানতে গেলে আমাদের রক্তদান করা উচিত বলে জানালেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তিনি বললেন এ এই রক্তদান দিয়ে মানুষের কত বড় কাজে লাগে, তা সেই বুঝতে পারে যার প্রয়োজন রক্তের। তাই আমি সবাইকে অনুরোধ করব, আপনারা রক্তদান করুন আপনারাই জীবন দান করবেন। একজন মানুষ হয়ে মানুষের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *