বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::
বিরোধী ইন্ডিয়া ব্লকে আসন ভাগাভাগি নিয়ে আলোচনায় বড় ধাক্কা। এদিন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তৃণমূল কংগ্রেস রাজ্যের সবকটি আসনে একাই প্রতিদ্বন্দ্বিতা করবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তিনিই কংগ্রেসকে যে প্রস্তাব দিয়েছিলেন, তা তাঁরা প্রত্যাখ্যান করেছে। তাই তৃণমূল বাংলায় একাই লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে।
বাংলায় তৃণমূল ও কংগ্রেস এবং সঙ্গে বামেদের জোট যে জমছে না তার ইঙ্গিত শুরু থেকেই ছিল। বাম নেতারা শুরু থেকেই বেঁকে বসেছিলেন মমতার তৃণমূলের সঙ্গে বাংলায় জোট করে বিজেপির বিরুদ্ধে লড়ার ক্ষেত্রে। অন্যদিকে প্রদেশ কংগ্রেসের তরফেও বারবার নানা আলোচনা ও বক্তব্যে তৃণমূল বিরোধিতার কথাই উঠে এসেছে। তা সত্ত্বেও একটা সম্ভাবনা ছিল যদি দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বের চাপে প্রদেশ কংগ্রেস নেতারা ঢোক গিয়ে মমতার সঙ্গে জোটে রাজি হন।
তবে বাংলা কংগ্রেসের সবচেয়ে বড় নেতা অধীর চৌধুরী যখন সাংবাদিক সম্মেলন করে তৃণমূলের বিরুদ্ধে বিষোদ্গার করলেন, তখনই বোঝা গিয়েছিল, ‘অল ইজ নট ওয়েল’। ইন্ডিয়া জোটের রাস্তা যে বাংলায় কণ্টকময় তা দিনের আলোর মতো পরিষ্কার হতে শুরু করেছিল।
অন্যদিকে তৃণমূলের মনোভাবও পরিষ্কারই ছিল। তৃণমূল দিল্লি গিয়ে জোটের বৈঠকে অংশ নিলেও এই বাংলায় ক্ষয়িষ্ণু কংগ্রেস ও বামেদের অযথা আসন ছাড়তে রাজি নয়। বারবারই সেকথা নানা আলোচনায় জনসমক্ষে এনেছেন তৃণমূলের সর্বভারতীয় নেতৃত্ব। আর শেষ অবধি হলও তাই, তৃণমূল নেত্রী জানিয়ে দিলেন, বাংলায় আগামী লোকসভা নির্বাচনে তাঁর দল তৃণমূল একাই লড়বে।
এদিন একথা বলার আগে তৃণমূল নেত্রী ইঙ্গিত দিচ্ছিলেন। দিন দুয়েক আগে ২২ জানুয়ারি হাজরা থেকে পার্ক সার্কাস পর্যন্ত সংহতি মিছিল করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর তিনি জমায়েতে ভাষণ দেন। সেখানে তিনি ইন্ডিয়া ব্লকের কাজ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বিরোধীদের বৈঠকে তিনি ইন্ডিয়া নামটি প্রস্তাব করেছিলেন। কিন্তু তিনি যখনই ইন্ডিয়া ব্লকের বৈঠকে গিয়েছেন, দেখেছেন সিপিআইএম তথা বামেরা তা পরিচালনা করছে। তিনি এটা মেনে নেবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন। তিনি আরও বলেন, যাঁদের সঙ্গে ৩৪ বছর লড়াই করেছেন, তাদের সঙ্গে তিনি একমত হতে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এই ধরনের অপমানের পরেও তিনি সামঞ্জস্য রক্ষা করেছেন এবং ইন্ডিয়া ব্লকের বৈঠকে অংশ নিয়েছেন।
প্রসঙ্গত তৃণমূল এই রাজ্যে কংগ্রেসকে মাত্র দুটি আসন ছাড়তে চায়। এগুলি হল দক্ষিণ মালদহ এবং বহরমপুর। কিন্তু কংগ্রেসের দাবি দশ থেকে বারোটি। যার কিছু কমলেও দুটি আসন কিছুতেই কংগ্রেস মেনে নেবে না। অন্যদিকে তৃণমূলও কংগ্রেসকে দুটির বেশি আসন ছাড়বে না। আর এদিন জেলা সফরে পূর্ব বর্ধমানে যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন তাঁর সঙ্গে কংগ্রেসের কোনও আলোচনা হয়নি। তবে তিনি সবসময়ই বলেছেন বাংলায় তারা একাই লড়াই করবেন।