বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: তৃণমূলের গোষ্ঠীকোন্দল নতুন কিছু নয়, এটা প্রায় প্রাত্যহিক ঘটনা। কিন্তু এবারের ঘটনা ঘটলো তৃণমূল সাংসদ দেব ও প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুইয়ের সামনে। রবিবার দুপুরে ঘাটালের অরবিন্দ স্টেডিয়ামে তৃণমূলের দুই গোষ্ঠীর খণ্ডযুদ্ধ দেখা গেল।
দেব ও শঙ্কর দলুইয়ের অনুগামীর মধ্যে এই সংঘর্ষ বলেই সূত্রের খবর। ঘাটালে জনপ্রিয় শিশুমেলায় রবিবার উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ দেব। সেখানেই এই সংঘর্ষের ছবি দেখা যায়। রীতিমতো রক্তারক্তি অবস্থা হয় এদিন। রবিবার যে ছবি দেখা গেল, তা ভয়ঙ্কর। শাসক দলের দুই গোষ্ঠী হাতে লাঠি নিয়ে তেড়ে যাচ্ছেন একে অপরের দিকে! স্টেডিয়ামের মাঠ থেকে গ্যালারি সর্বত্র চেঁচামেচি, মারপিঠ! ঘটনায় ইতিমধ্যেই আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বেশ কয়েকজন। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরী হয়েছে। পুলিশ গন্ডগোল নিয়ন্ত্রনের চেষ্টা করছে।
প্রায় ৩০ বছর আগে বাম আমলে শুরু হওয়া ঘাটালে জনপ্রিয় শিশুমেলায় রবিবার উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ দেব। সেখানেই এই সংঘর্ষের ছবি দেখা যায়। রীতিমতো রক্তারক্তি অবস্থা হয় এদিন।সাংসদ দেব ও প্রাক্তন বিধায়ক শঙ্কর অনুগামীদের দ্বন্দ্বের কথা আগেও প্রকাশ্যে এসেছে। কিছুদিন আগে একটি অডিয়ো ক্লিপ নিয়েও বিতর্ক বাড়ে। যদিও দেব পরে বলেছিলেন যে শঙ্কর দোলুই তাঁর রাজনৈতিক গুরু। কিন্তু সমস্যা যে পুরো পুরি মেটে নি তা আজ আবার প্রমাণ হলো। এই নিয়ে বিজেপি তির্যক মন্তব্য করলেই স্থানীয় তৃণমূল নেতা অজিত মাইতি বলেন, “এটা বড় কোনও ব্যাপার বলে আমি মনে করি না।” কিন্তু যেকোনো মুহূর্তে আবার সংঘর্ষ বাঁধতে পারে বলেই মনে করেন রাজনৈতিক বিশ্লেষকেরা।