বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: কলকাতা পৌরসভার অবস্থা ‘ভাড়ে মা ভবানী।’ তারমধ্যে ভোট বাক্সের দিকে তাকিয়ে জলকর বা অন্যান্য বহু কর মুকুব করে দেওয়া হচ্ছে।

 

এই পরিস্থিতিতেই বেশ কিছু নতুন প্রকল্প ঘোষণা করেছে কলকাতা পৌরসভা। অন্যতম একটি প্রকল্প হলো, টালিগঞ্জ ও বেহালা অঞ্চলের একাধিক ওয়ার্ডে নতুন নিকাশি প্রণালী তৈরির কাজ চলছে কয়েক বছর ধরে। নিকাশি নালায় যে দূষিত জল আসছে তা শোধন করে খালে ফেলার জন্য তৈরি হচ্ছে ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট। এই কাজ করছে তিনটি বড় ঠিকাদার সংস্থা। কিন্তু সমস্যা হয়েছে টাকা। জানা যাচ্ছে, কলকাতা পুরসভার কাছ থেকে ওই ঠিকাদারদের প্রায় ২০ কোটি টাকা পাওনা রয়েছে। কিন্তু সেই টাকা মেলেনি। ফলে মাঝপথে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। মেয়র বার বার করে বলেছেন, ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করতে হবে। কিন্তু হঠাৎ তারা কাজ বন্ধ করে দেয়।

এই কাজ করার জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের কাছ থেকে ঋণ নিয়েছে রাজ্য সরকার। সেই টাকা দিয়ে টালিগঞ্জ, বেহালার নানা এলাকায় নতুন পাইপলাইন বসানোর কাজ চলছে। এই ঘটনায় সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। কাজ শেষ না হওয়ায় রাস্তায় খানাখন্দ হয়ে রয়েছে। সুতরাং পথ দুর্ঘটনার সম্ভাবনা দেখা দিয়েছে। এদিকে নির্দিষ্ট সময়ে কাজ শেষ না হলে ব্ল্যাকলিস্ট করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন মেয়র। সেখানে বকেয়া টাকা না মেলায় কাজই থেমে গিয়েছে। কলকাতা পুরসভার সিভিল বিভাগের এক ইঞ্জিনিয়ার এই বিষয়ে বলেন, ‘টেন্ডারের শর্তে বলা আছে, যারা নিকাশি পাইপলাইন বসাবে তারাই রাস্তা সারাই করবে। একই রাস্তা বারবার সারাতে হচ্ছে বলেই খরচ পুরসভাকেই বহন করতে হচ্ছে। যা নিয়ে ভবিষ্যতে অডিটে সমস্যা হতে পারে।’ কলকাতা পুরসভা সূত্রে খবর, এই সমস্যা মেটাতে কদিন আগে বরো চেয়ারম্যান, কাউন্সিলর, কেইআইপি’র ইঞ্জিনিয়ার এবং ঠিকাদার সংস্থার কর্তাদের সঙ্গে বৈঠকে করেন মেয়র। বৈঠকে ঠিকাদাররা জানিয়ে দেন, বকেয়া না মেটালে কাজ করা সম্ভব নয়। এখন দেখার কোথাকার জল কোথায় গড়ায়!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *