বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: : শিলিগুড়ির মোট সাতটি প্রধান জায়গা থেকে ন্যায্য মূল্যে সবজি বিতরণ করা হবে। আজ সকাল থেকে শিলিগুড়িতে শুরু হয়ে গেছে ন্যায্য দামে সবজি বিতরণ। ক্রেতাদের চোখ ছিল আলু পেঁয়াজ এবং টমেটো দিকেই।
এদিন সকালে ব্যাগ হাতে নিয়ে সাধারণ মানুষ ভিড় করেন পুরসভা পরিচালিত ন্যায্য মূল্যের সবজি বিক্রির দোকান। সবচাইতে বেশি বিক্রি হচ্ছে আলু এবং পেঁয়াজ। জামা গেছে আলু ২৪ এবং পেঁয়াজ ৩৮ টাকা করে বিক্রি হচ্ছে এছাড়াও কাঁচা লঙ্কা ৬০ টাকা পরে বিক্রি করা হচ্ছে। শিলিগুড়ি হায়দার পাড়া তৃণমূল কাউন্সিলর পিংকি সাহা নিজে উপস্থিত না থাকলেও তার উদ্যোগেই বিক্রি হচ্ছে ন্যায্য মূল্যের সব। ক্রেতারাও জানিয়েছেন প্রায় তিনগুণ দাম দিয়ে সবজি কিনতে কিনতে তারা হাপিয়ে গেছেন। তাই সরকারি এই সিদ্ধান্তে তারা উপকৃতই হবেন। এদিন শুধু শিলিগুড়ি নাই জলপাইগুড়ি আলিপুরদুয়ারেও বিক্রি শুরু হয়েছে ন্যায্য মূল্যে সবজি এবং ক্রেতারা ও ভিড় করছেন সবজি কিনতে।