বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: পুকুরে ভাসছে মৃতদেহ পড়ে রয়েছে বাইক, পুকুর থেকে বুলেট সহ এক যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় হুগলি জেলার ডানকুনির খরিয়ালে।
ডানকুনি পৌরসভার দু’নম্বর ওয়ার্ডের ঘড়িয়ালে এদিন পুরসভার সাফাই কর্মীরা জঞ্জাল পরিষ্কার করার সময় একটি বাইকের চাকা দেখতে পাই। তারপর এদিকে ওদিকে নজর দিলে নজরে আসে একটি ব্যাগ। ব্যাগ তুলতেই বিপত্তি যুবকের দেহ দেখে খবর দেওয়া হয় ডানকুনি থানায়।
পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।পুলিশ সূত্রে খবর যুবকের নাম দীপক সিং প্রাথমিক অনুমান তার বাড়ি বালিতে। রাতে খড়িয়ালের রাস্তা ধরে ডানকুনির দিকে যেতে গেলে কোনো কারনে বাইক সহ পুকুরে পড়ে যায়। সকালে উদ্ধার হয় তার দেহ। পুরো বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে