বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: পর্যটক আসছেন বিভিন্ন জায়গা থেকে। পাহাড়ে এখন গিজগজ করছে পর্যটক দের নিয়ে। রোজ ই বিভিন্ন জায়গা থেকে পর্যটকেরা আসছেন শৈল শহর শহরে আর সেই কারণে সাজিয়ে তোলা হচ্ছে দার্জিলিং কালিম্পং এবং কাশিয়ান কে। সাজিয়ে তোলা হচ্ছে হোটেলগুলিকে।

 

পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করতে হোটেলে রাখা হচ্ছে আধুনিক সব জিনিসপত্র। যেটা দেখে সহজেই মন ভরে যাবে পর্যটকদের। সাজিয়ে তোলা হচ্ছে বাসস্ট্যান্ড গুলিও। বিভিন্ন উপায়ে গুলোকে আধুনিক করে তোলা হচ্ছে দ্রুত গতিতে। যাকে পর্যটকদের মনে সারা জেগে ওঠে। এবারে নতুন করে সেজে উঠতে চলেছে শহর গুলি দার্জিলিংকে আরো আকর্ষণ করে তুলতে দায়িত্ব দেওয়া হয়েছে বিভিন্ন বেসরকারি সংস্থার হাতে। তারা খুব অল্প দিনের মধ্যেই চেষ্টা করছে দার্জিলিং কে সাজিয়ে তোলার। এতে যা লাগবে লাগুক আমাদের এই নিয়ে কোন সমস্যা নেই। পুরো দার্জিলিং শহরকে ভালো দিয়ে ঘিরে রাখা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। এবারে সে দিক দিয়ে আর কোন সমস্যা নেই। পর্যটকরা দার্জিলিং এর বেড়াতে আসবে । এবং তাদের মনে হবে সঠিকভাবে সঠিক জায়গায় এসেছন। পুজোর আগে গোটা দার্জিলিং আর সিয়ান এবং কালিম্পং কে মনোরঞ্জন করে তোলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *