বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: শিলিগুড়ি থেকে কিছু দূরে মাটি গাড়াতে আনুমানিক ১০ লক্ষ টাকার শব্দবাজি আটক করল মাটিগাড়া থানার পুলিশ। সারা বাংলা জুড়ে যেখানে একেবারেই নিষিদ্ধ শব্দবাজী এইখানে এতো পরিমান বাজী কিভাবে উদ্ধার হল এটা নিয়ে সন্দিহান পুলিশ।
শব্দবাজির সাথে জড়িত থাকার অভিযোগ তিনজনকে আটক করেছে মাটিগাড়া থানা। আটক বাজি গুলির মধ্যে সব ধরনের বাজিই আছে। আটক বাজি ঠিক কোথা থেকে এসে পৌঁছিয়েছে তদন্ত করছে পুলিশ। ঘৃতদের মধ্যে দুজন ভিন রাজ্যের বাসিন্দাও বলে জানা গেছে। পুলিশ তদন্ত করে দেখছে আরো কোথাও বাজি মজুদ আছে কিনা।