বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: তিস্তার তাণ্ডব উত্তরবঙ্গের গ্রামগুলিকে প্লাবিত করে চলেছে! আশ্রয়হীন হয়ে পড়েছে টোটগাওয়ের বাসিন্দারা।

গত তিনদিনের অবিরাম বৃষ্টিতে উত্তরবঙ্গের নদীগুলোর জলস্তর বেপরোয়াভাবে বেড়েছে। বিশেষ করে, তিস্তা নদী ভয়াবহ রূপ ধরেছে।জলপাইগুড়ি জেলার মালবাজার এর বাগ্রাকোট গ্রাম পঞ্চায়েতের টোটগাঁও বস্তি এখন পুরোপুরি জলমগ্ন।

নতুন করে তিস্তার জল ঢুকে পড়ায় গ্রামের বাড়িঘর, রাস্তাঘাট সবই জলের নিচে চলে গেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তারা অসহায় অবস্থায় আছেন। তাদের ঘরবাড়ি জলে ডুবে গেছে। কিছুদিন আগে জলস্তর কিছুটা কমলেও, নতুন করে বৃষ্টি হওয়ায় পরিস্থিতি আবার খারাপ হয়েছে।

এলাকার বিভিন্ন এলাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে। টোটগাঁও ত্রান শিবিরের সামনেও জল জমেছে। প্লাবিত গ্রামের প্রধান রাস্তা ও স্কুল এখন জলের নিচে। তিস্তার কবলে পড়েছে গোটা গ্রাম। কৃষি জমিও জলে ডুবে গেছে।

স্থায়ী বাঁধ নির্মাণসহ পুনর্বাসনের দাবি করে এসেছেন এই এলাকার মানুষ।
স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত। তারা জানিয়েছেন, তাদের গ্রামটি আর থাকবে কিনা তা নিয়ে তারা চিন্তিত। প্রশাসনের কাছে বারবার আবেদন জানানো সত্ত্বেও কোনো সহায়তা পাননি। তারা একটি বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন।এদিকে, ত্রান শিবিরে থাকা এক বাসিন্দা জানিয়েছেন, তারা যদিও ত্রান শিবিরে আশ্রয় নিয়েছেন, তবে তাদের প্রয়োজনীয় সুবিধা পাওয়া যাচ্ছে না। কবে এই দুর্ভোগের অবসান হবে তা নিয়ে তারা অনিশ্চিত। গত তিন মাসের তুলনায় এই তিন দিনের বৃষ্টি আরও ভয়াবহ রূপ তৈরি করে দিল গোটা গ্রামবাসীদের কাছে। আমাদের আশঙ্কায় বাস্তবায়ন রূপ নিল। এখন ত্রাণ শিবিরে কোনভাবে দিন কাটিয়ে অপেক্ষায় রয়েছে কবে তাদের এই সমস্যার কথা সরকার শুনবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *