বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:বিশ্বের ১৫-টি দেশের শীর্ষস্তরীয় কূটনীতিকদের একটি দল আজ জম্মু-কাশ্মীরে চলতি বিধানসভা নির্বাচন পর্যবেক্ষণ করেছেন।
দলে রয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, গায়ানা, দক্ষিণ কোরিয়া, সোমালিয়া, পানামা, সিঙ্গাপুর, নাইজেরিয়া, স্পেন, দক্ষিণ আফ্রিকা, নরওয়ে, তানজানিয়া, রোয়ান্ডা, আলজেরিয়া এবং ফিলিপিন্সের কূটনীতিবিদরা। বিদেশমন্ত্রক জানিয়েছে, বেশিরভাগ দেশের দূতাবাসগুলি প্রধান কিংবা উপ-প্রধানরা এতে অংশ নিচ্ছেন।