বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আর জি কর কাণ্ডের পরে সারা ভারতের স্বাস্থ্যকর্মীরা নানা ইসুতে বৈধ দাবি আদায়ের জন্য আন্দোলনে নেমেছে।
ওড়িশার কর্মরত নার্সরা বহুদিন ধরেই তাদের কিছু ন্যায্য দাবির কথা সরকারকে জানিয়ে আসছেন। কিন্তু ওড়িশার বিজেপি সরকার সেই ব্যাপারে সম্পূর্ণ উদাসীন। শেষ পর্যন্ত জরুরি পরিষেবা অব্যাহত রেখে নার্সরা আন্দোলন কর্মসূচি নিয়েছেন।
ওড়িশা নার্সিং প্রতিষ্ঠানের সভাপতি সুচিস্মিতা দাস বলেন, চুক্তি ভিত্তিক নার্সদের পার্মানেন্ট করা, আউট সোরসিং বন্ধ করা সহ ১০ দফা দাবিতে দীর্ঘদিন ধরেই তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করে চলেছে। কিন্তু সরকার তাদের দাবি মানতে রাজি না হওয়ায় তারা আন্দোলনে নেমেছে। তিনি জানান, ২৭ তারিখের মধ্যে সরকার দাবি পূরণ না করলে তারা ‘কর্মবিরতি’ শুরু করবে।
এই অবস্থাতেই ওড়িশা সরকার কঠোর হাতে ওই আন্দোলন বন্ধ করার জন্য ‘এসমা’ আইন প্রয়োগ করতে চলেছে। সরকার স্পষ্ট বলেছে, কর্ম বিরতি পালন করলে দরকারে নার্সদের জোর করে বাড়ি থেকেই তুলে এনে কাজে যোগ দেওয়ানো হবে। সুচিস্মিতা দেবী বলেন, যেভাবে সহানুভূতির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের আন্দোলকে দেখেছেন, সেভাবে ওড়িশা সরকার বিবেচনা করলে খুব সহজেই এই আন্দোলন তারা প্রত্যাহার করে নেবে। কিন্তু ওড়িশা সরকার ‘এসমা’ প্রয়োগের ধমক দিচ্ছে।