বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:শিশু পর্ণগ্রাফি দেখা এবং ডাউন লোড করে রাখা দু-ই শাস্তিযোগ্য অপরাধ বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে।
মাদ্রাজ হাইকোর্টের এসংক্রান্ত একটি রায়ের ওপর স্হগিতাদেশ দিয়ে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি জে বি পারদিওয়ালার বেঞ্চ নির্দেশে জানিয়েছে দেশের কোন আদালত শিশু পর্ণগ্রাফি শব্দটি তাদের রায় অথবা নির্দেশে ব্যবহার করতে পারবে না।মাদ্রাজ হাইকোর্ট সম্প্রতি রায় দিতে গিয়ে বলেছিল, যে শিশু পর্ণগ্রাফি দেখা পকসো আইনের আওতাধীন নয়।