বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:একদিন মেয়র জানালেন আমি দাবি করে বলছি আগামী ৫০ বছর শিলিগুড়ির মানুষ জল কষ্টে ভুগবেন না। যে সমস্যাটা ছিল অনেকটাই সমাধান হয়ে গেছে, আর যেটুকু বাকি আছে সমস্যা এটাই বছরে আমরা ঠিক করে ফেলব। শিলিগুড়িতে এখন আবাসনের কারনে প্রচুর জলের প্রয়োজন হয়, বাসিন্দাদের সেই ভাবধারা নিয়ে
আমরা এগিয়ে চলেছি যাতে সবাই জল পান, পানীয় জলের সমস্যার ভবিষ্যতে হবে না কখনো বলে দাবী করেন মেয়র গৌতম দেব। তিনি আবার জানালেন আমরা চেষ্টা করছি পুজোর আগে কাজ অনেকটাই সেরে ফেলবার। যাতে পুজোর সময় মানুষ জল কষ্টে না ভোগেন।